পর্তুগিজ ঘাঁটিতে পা রাখছেন CR7! মোহনবাগান এবং গোয়ার প্রতিপক্ষ কারা?

১৫ আগস্ট দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। এরই মধ্যে সকাল থেকে ফুটবলপ্রেমীদের চোখ ছিল কুয়ালালামপুর শহরের দিকে। কারণ সেখানে ভাগ্য নির্ধারিত হওয়ার ছিল…

Cristiano Ronaldo team Al Nassr FC to face FC Goa in AFC Champions League Two 2025-26 group stage but Mohun Bagan SG

১৫ আগস্ট দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। এরই মধ্যে সকাল থেকে ফুটবলপ্রেমীদের চোখ ছিল কুয়ালালামপুর শহরের দিকে। কারণ সেখানে ভাগ্য নির্ধারিত হওয়ার ছিল ভারতীয় ফুটবলের প্রথম সারির দুই ক্লাবের। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু (AFC Champions League Two) গ্ৰুপ বিন্যাসে কোথায় জায়গাব পাবে গত মরসুমের আইএসএল লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এবং সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া (FC Goa)।

শুক্রবার প্রকাশিত হল এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ২০২৫-২৬ মরসুমের গ্রুপ বিন্যাস। সেখানে এফসি গোয়া পড়েছে ‘গ্ৰুপ ডি’তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরবের তারকাখচিত ক্লাব আল নাসের (Al Nassr FC), ইরাকের আল জাওরা এসসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল।

   

এই গ্রুপের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে আল নাসের ক্লাব, যেখানে রয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে গোয়ায় আসছেন কি রোনাল্ডো? যদিও আল নাসের এফসি গোয়ার সঙ্গে খেলতে ভারতে আসবে। কিন্তু শোনা যাচ্ছে, রোনাল্ডোর চুক্তিতে নির্দিষ্ট করে লেখা আছে, তিনি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র কোন অ্যাওয়ে ম্যাচ খেলবেন না। ফলে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এটা এক বড় হতাশার খবর।

উল্লেখ্য, এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র প্লে-অফ রাউন্ডে জায়গা করে নেয় ২০২৫ সালের মে মাসে সুপার কাপ জিতে। পরবর্তীতে ওমানের ক্লাব আল সিব-কে ২-১ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে গ্রুপ পর্যায়ে খেলার সুযোগ।

গ্রুপ ডি-তে প্রতিপক্ষরা যথেষ্ট শক্তিশালী হলেও গোয়ার সাম্প্রতিক ফর্ম এবং ঘরের মাঠে খেলার সুবিধা তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। গোয়ার কোচ এবং কর্মকর্তারা মনে করছেন, এই প্রতিযোগিতা ভারতীয় ক্লাব ফুটবলের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে।

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট পড়েছে ‘গ্ৰুপ সি’তে, যেখানে প্রতিপক্ষরা তুলনামূলকভাবে কম পরিচিত হলেও তাদের খাটো করে দেখার সুযোগ নেই। তবে মোহনবাগানের গ্রুপে কোনও হাই-প্রোফাইল দল না থাকায় তাদের জন্য বড় সুবিধাজনক হতে পারে।

Advertisements

Cristiano Ronaldo team Al Nassr FC to face FC Goa in AFC Champions League Two 2025-26 group stage but Mohun Bagan SG

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News