আগামী মাসেই চল্লিশ পূর্ণ করবেন। কিন্তু বয়স বাড়লেও গোল করা কমছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ২০২৫ সালের প্রথম গোলটা করে ফেললেন। শুরু ২০০২ সালে সেই বছর ৫টি গোল করেছিলেন সিআর সেভেন। ২৩ বছর পেরিয়েও সেই একইরকম গোল খিদে। দেশ হোক বা ক্লাব। রোনাল্ডোকে গোল থেকে দূরে সরানো যায়নি।
আল নাসেরের হয়ে এই সিজনেও তিনি উজ্জ্বল। নেইমারও সৌদি লিগ খেলছেন। তাকে ছেড়ে দিচ্ছে তার ক্লাব। অথচ তার থেকে বয়সে অনেক বড় রোনাল্ডো এখনও দুরন্ত। বৃহস্পতিবার রাতে তিনি মাঠে নামলেন, গোল করলেন। আর তার করা গোলে আল ওখদুদকে হারিয়ে দেয় আল নাসের। ৩-১ গোলে জিতল রোনাল্ডোর দল।
সৌদি লিগের এই সিজনে এখনও পর্যন্ত ১১টি গোল করেছেন রোনাল্ডো। এই বয়সেও লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। শীর্ষে থাকা আল হিলালের আলেকসান্দার মিত্রোভিচের থেকে একটি গোল কম করেছেন রোনাল্ডো। ১২টি গোল করে মিত্রভিচ এখন শীর্ষে রয়েছেন।
আল ওখদুদের বিরুদ্ধে ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল আল নাসের। সেভিয়র গডউইনের গোলে এগিয়ে গিয়েছিল ওখদুদ। ২৯ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন সাদিয়ো মানে। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। তাঁর সেই গোলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এগিয়ে যায় আল নাসের। দ্বিতীয়ার্ধে যা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় দলের। ৮৮ মিনিটে মানে দ্বিতীয় গোল করেন। তিন গোল করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়েছে আল নাসের। তিন নম্বরে রয়েছে তারা। লিগে শেষ তিনটি ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে বৃহস্পতিবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল আল নাসের। লিগে শীর্ষে থাকা আল এত্তিহাদের থেকে যদিও ৮ পয়েন্ট পিছিয়ে রোনাল্ডোর দল। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়েছে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচে হেরেছে আল এত্তিহাদ। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়েছে।