রোনাল্ডোই সর্বকালের সেরা! সংখ্যাই বলে দিচ্ছে সবটা

কথায় আছে ‘নটেগাছ’ মুড়োয় না। কথাও ফুরোয় না। শুধু অস্বস্তির সঙ্গে থাকতে থাকতে অস্বস্তির সঙ্গেই কেমন বন্ধু হয়ে যায়। ৩৯ বছর বয়সী রোনাল্ডো (Cristiano Ronaldo)…

"Cristiano Ronaldo Hits 1 Billion Social Media Followers Milestone

কথায় আছে ‘নটেগাছ’ মুড়োয় না। কথাও ফুরোয় না। শুধু অস্বস্তির সঙ্গে থাকতে থাকতে অস্বস্তির সঙ্গেই কেমন বন্ধু হয়ে যায়। ৩৯ বছর বয়সী রোনাল্ডো (Cristiano Ronaldo) ঠিক তেমনই এখন তরুণ ফুটবলারদের চোখে ‘অস্বস্তির’ কারণ। বেশ কিছুদিন আগেই ৯০০গোলের মাইলফলক পূর্ণ করে ফুটবল ইতিহাসকে নতুন করে লিখেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেল খুলে কিছু সময়ের মধ্যেই ৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার আদায় করে নেন তিনি। এবার ইউটিউবের পর গতকাল সোশ্যাল মিডিয়ায় নয়া রেকর্ড গড়লেন রোনাল্ডো। পৃথিবীতে একমাত্র ফুটবলার হিসাবে গতকাল সোশাল মিডিয়ায় ১০০ কোটি ফলোয়ারের গন্ডি ছাড়ালেন তিনি।

গতকাল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন আল নাসার তারকা। ওই পোস্টের মাধ্যমে তিনি জানান, “ইতিহাস গড়েছি আমরা। ১ বিলিয়ন ফলোয়ার হয়েছে আমাদের। ১০০ কোটি কেবল একটা সংখ্যা নয়। ফুটবলের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার প্রমাণ এটি। লিসবনের রাস্তা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ফুটবল খেলেছি। সবসময় সমর্থকেরা আমার পাশে থেকেছেন। আমার উপর বিশ্বাস রাখার জন্য,পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তবে সকলকে অনুরোধ করব এভাবেই আমার পাশে থেকে যান। আমি আমার নিজের সেরাটা দিতে সবসময়ের জন্য তৈরি।”

   

দিনকয়েক আগেই নিজের ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে রিয়াল মাদ্রিদ দল সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার (Cristiano Ronaldo)। মাদ্রিদের সর্বকালের সেরা তারকা ফুটবলারের মুখে শোনা যায় লস ব্ল্যাঙ্কোস দের সাথে কাটানো মুহুর্তের স্মৃতিচারণা। পর্তুগিজ তারকার কথায়, “রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো খেলেছে তাঁরা। এছাড়াও বেশ কিছু ভালো খেলোয়াড়কে দলে নিয়েছে দলটি। একসময় আমিও বার্নাব্যুতে নিজের সেরাটা দিয়েছি। ওখানকার সমর্থকদের এনার্জিই প্রত্যেক খেলোয়াড়কে অনুপ্রাণিত করে।” এছাড়াও বর্তমানে ব্যালন ডি অর খেতাবের দাবিদার সম্পর্কেও নিজের মতামত জানিয়েছেন পাঁচবার খেতার জয়ী এই তারকা। তিনি বলেন, “খেতাবের দাবিদার হিসাবে ভিনিসিয়াস খুব ভালো। তবে হল্যান্ডও বেশ ভালো ফুটবল খেলেছে। তাই এবারে টক্কর সমানে সমানেই হবে”। যদিও তাঁর আরেক মাদ্রিদ সতীর্থ এবং খেতাবের অন্য দাবিদার টনি ক্রুশ এর সম্পর্কে কিছু বলতে শোনা যায়নি রোনাল্ডোকে।

সুয়ারেজ অবসর নিচ্ছেন, একই পথে রোনালদো?

বর্তমানে সোশাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে রোনাল্ডোর (Cristiano Ronaldo) অ্যাকাউন্ট রয়েছে। প্রতিটি অ্যাকাউন্টেই প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। পরিসংখ্যান বলছে, ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ৬৩৯ মিলিয়ন। ফেসবুকে এই সংখ্যাটা ১৭০.৫ মিলিয়ন। এক্স হ্যান্ডেলেও ১১৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে পর্তুগিজ মহাতারকার। এরপর সদ্যই নিজের ইউটিউব চ্যানেলে দ্রুত ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন বর্তমান আল-নাসার তারকা। গতকাল সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে ফলোয়ার সংখ্যা আপাতত ১ বিলিয়ন ছাড়াল প্রাক্তন মাদ্রিদ তারকার।