Sunday, December 7, 2025
HomeSports News১৩০০০ কিলোমিটার সাইকেল চালিয়ে রোনাল্ডোকে দেখতে এলেন এক ভক্ত ! তারপর ?

১৩০০০ কিলোমিটার সাইকেল চালিয়ে রোনাল্ডোকে দেখতে এলেন এক ভক্ত ! তারপর ?

- Advertisement -

বিশ্ব ফুটবলের মঞ্চে সর্বকালের অন্যতম সেরা তারকা তিনি। এই পৃথিবীতে একভাগ মেসির (লিওনেল মেসির) মালা জপলে, অন্যভাগে অবশ্যই আধিপত্য বিস্তার করেন এই পর্তুগিজ তারকা। বর্তমানে সৌদির ক্লাব আল-নাসারের হয়ে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোকে একবার জড়িয়ে ধরার জন্য প্রতিনিয়তই অপেক্ষা করে থাকেন হাজার হাজার ভক্তকুল।

এছাড়াও তাঁর খেলার দক্ষতা এবং তার চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে সারা বিশ্বজুড়ে প্রতিনিয়তই ভক্তসংখ্যা বেড়েই চলেছে। এমনই এক ২৪ বছর বয়সী চীনা যুবক গং, যিনি রোনাল্ডোর প্রতি তার গভীর ভালোবাসা ও আবেগ প্রকাশ করতে ১৩,০০০ কিলোমিটার সাইকেলে ভ্রমণ করেছেন। তাঁর (Cristiano Ronaldo Fan) লক্ষ্য ছিল তার আদর্শ রোনাল্ডোর সাথে সশরীরে সাক্ষাৎ করা। তাই নিজের ‘আইডলকে’ভালোবেসে সুদূর চিন থেকে সৌদি আরবে পাড়ি দিয়েছেন তিনি।

   

গং তার এই ভালোবাসার যাত্রা শুরু করেন চিনের সাংহাই শহর থেকে। প্রায় সাত মাস ধরে চলতে থাকা এই ভ্রমণের শেষে সৌদি আরবের আল নাসর ফুটবল ক্লাবের সামনে এসে পৌঁছান। ভ্রমণের সময় গং ছয়টি দেশ পার করেন, যার মধ্যে জর্জিয়া, ইরান, কাতার উল্লেখযোগ্য।

ভ্রমণের প্রতিটি দিন ছিল তার জন্য একটি চ্যালেঞ্জ। বিভিন্ন দেশের ভাষার সঙ্গে অপরিচিতি, খাদ্যের মূল্য ওঠানামা, নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতা এবং শারীরিক অসুস্থতা তার যাত্রাকে আরও কঠিন করে তুলেছিল। তবে ভগবানকে ভালোবেসে ভক্তরা বোধহয় সমস্ত কিছুই করতে রাজি থাকেন। তবে এই কঠিন সফরে আগস্ট মাসে আমেরিকায় তাঁর অসুস্থতা দেখা দেয়, তবে স্থানীয় একটি হাসপাতাল থেকে তাকে বিনামূল্যে চিকিৎসাও দেওয়া হয়।

‘রোহিতের টি-টোয়েন্টি মানসিকতা ত্যাগ করা উচিত’, কেন এমন বললেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক?

গং ১০ অক্টোবর রিয়াদে পৌঁছালেও তাকে আরও দশ দিন অপেক্ষা করতে হয় তার ‘আদর্শের’ সাথে সাক্ষাৎ করার জন্য। অবশেষে আল নাসর ফুটবল ক্লাবের মাধ্যমে গং-এর রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় এবং এই সময় তিনি রোনাল্ডোর অটোগ্রাফসহ জার্সি সংগ্রহ করেন। সাক্ষাৎ শেষে, গং-এর চোখে ছিল অপার খুশি। আল নাসর ক্লাবের পক্ষ থেকে গংকে রোনাল্ডোর একটি খেলা বিনামূল্যে সরাসরি দেখার সুযোগও করে দেওয়া হয়, যা তাকে আরও আবেগী করে তুলেছে।

উইকেট পেলেও অশ্বিন-জাদেজাকে ঘিরে তোপ দাগলেন ভাজ্জি

প্রসঙ্গত উল্লেখ্য যে, ফেব্রুয়ারিতে রোনাল্ডো নিজের চীন সফর বাতিল করেন তার ইনজুরির কারণে। তাই প্রিয় তারকাকে একঝলক দেখার জন্যই সুদূর চীন থেকে ছুতে আসেন গং (Cristiano Ronaldo Fan)। এছাড়াও গংয়ের বিশ্বাস মেসি নন,পৃথিবীর সেরা এই মুহূর্তে রোনাল্ডোই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular