Cristiano Ronaldo: পোস্ট করলেও ২৬ কোটি টাকা! আবারও ইনস্টাগ্রাম সেরা রোনাল্ডো

Cristiano Ronaldo Instagram Highest-Paid Player

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ফুটবল দুনিয়ার এমন এক তারকা, যার উজ্জ্বলতা এখনো ম্লান হয়নি। মাঠ থেকে শুরু করে মাঠের বাইরে, পর্তুগিজ মহাতারকার প্রতি আবেগ এবং মার্কেট ভ্যালু অটুট রয়েছে এখনও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোতার কোটি কোটি ভক্তের জন্য ফুটবলের চেয়ে ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট থেকে বেশি উপার্জন করেন বলে জানা গিয়েছে। আবারও অনলাইনে এই উপার্জনের দৌড়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছে তিনি।

টানা তৃতীয়বারের মতো ইনস্টাগ্রামের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড় হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো। রোনাল্ডো একটি পেইড ইনস্টাগ্রাম পোস্টের জন্য প্রায় ৩.২৩ মিলিয়ন ডলার নেন। যদি তা ভারতীয় মুদ্রায় রূপান্তরিত হয়, তাহলে সেটা হচ্ছে প্রায় ২৬ কোটি টাকা। গত জুলাইয়ে সৌদি আরবে পাড়ি জমানোর পর ২০১৭ সালের পর প্রথমবারের মতো ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটের তালিকায় জায়গা করে নিয়েছেন রোনাল্ডো। বর্তমানে তিনি ২০২৩ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্টের শীর্ষে রয়েছেন।

   

হপার হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, রোনাল্ডো প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার আয় করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ৬০০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তালিকায় রোনাল্ডোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীরা প্রতিটি পদের জন্য প্রায় ২.৬ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।

অভিনেত্রী সেলেনা গোমেজ, রিয়েলিটি তারকা ও মেকআপ মোগল কাইলি জেনার এবং অভিনেতা ডোয়াইন ‘দ্য রক’ জনসনের মতো সেলিব্রিটিদের চেয়ে এগিয়ে আছেন রোনাল্ডো ও মেসি। শীর্ষ ২০-এর তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের বিরাট কোহলির নাম। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি উপার্জনকারী টিকটক তারকা খাবি লেম এই তালিকায় ৪০ নম্বরে রয়েছেন। রোনাল্ডো তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে লেম যে পরিমাণ অর্থ উপার্জন করেন তার প্রায় ১০ গুণ বেশি আয় করেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন