Cristiano Ronaldo: ম‍্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিংয়ে গরহাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo

এই মুহূর্তে জারি জোর জল্পনা, আর তার’ই মাঝে ক্লাবের ট্রেনিংয়ে হাজির না থেকে আরও জল্পনা বাড়াচ্ছেন তিনি। কথা বলছি পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব ভবিষ্যৎ সম্পর্কে।

সূত্রের খবর অনুযায়ী বর্তমানে পরিবার’কে একটু বেশি সময় দিচ্ছেন রোনাল্ডো। ব‍্যক্তিগত কোনও কাজ নিয়ে এখন একটু ব‍্যস্ত আছেন। তাই আপাতত কয়েক দিন তিনি যে অনুশীলনে আসবেন না তা ক্লাব’কে স্পষ্ট করে দিয়েছিল।

   

জুভেন্টাস থেকে ২০২১-২২ মরশুমে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম‍্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনাল্ডো।গোটা মরশুমে তাকে চেনা ছন্দেই পাওয়া গেছিলো‌।২৪ টা গোল করার পাশাপাশি ৩৮ টা অ্যাসিস্ট করেছিলেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে ইতিমধ্যে রোনাল্ডোর এজেন্ট চেলসির সাথে কথা চালাচ্ছেন।আসলে গত মরশুমে লুকাকু ফর্মে না থাকায় বিস্তর সমস্যায় জড়াতে হয়েছিল চেলসি’কে‌। গোল করিয়ের ফর্মের অভাবে তিন নম্বর স্থানে শেষ করেছিল এই ক্লাব।আসলে ম‍্যানচেস্টার ইউনাইটেড চ‍্যাম্পিয়ান্স লিগে যোগ‍্যতা অর্জন না করতে পারায় রোনাল্ডো ক্লাবে থাকার উৎসাহ হারিয়েছে,তাই তিনি ক্লাব ছাড়লে তা দেখে অবাক হওয়ার নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন