World Cup 2023: জিম জাকুজি থেকে সুইমিং পুল-ভারতে রাজার হালতে বাবররা

২০২৩ সালের বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছেছে পাকিস্তান দল। গতকাল রাতে হায়দ্রাবাদে পাকিস্তান দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। ভারতের মাটিতে এরূপ অভ্যর্থনা পেয়ে পাকিস্তানি ক্রিকেটাররা নিজেদের…

Pakistan Team

২০২৩ সালের বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছেছে পাকিস্তান দল। গতকাল রাতে হায়দ্রাবাদে পাকিস্তান দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। ভারতের মাটিতে এরূপ অভ্যর্থনা পেয়ে পাকিস্তানি ক্রিকেটাররা নিজেদের উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি। বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়, পাকিস্তানের টিম বাসের পাশে ভিড় করেছিলেন বহু মানুষ। বিমান বন্দর থেকে বেরোনোর পর কোথায় গেলেন বাবর আজমরা? কোন হোটেলে আছে টিম পাকিস্তান?

ভারতের আতিথেয়তায় দারুণ খুশি পাকিস্তান দল। পাকিস্তানের সব ক্রিকেটার, ক্রিকেট টিমের সদস্যকে উত্তরীয় পরে স্বাগত জানানো হয়েছে। এ সময় পাকিস্তান দলকে বেশ খুশি দেখাচ্ছিল। পাকিস্তান ক্রিকেট স্কোয়াডের সবাইকে হাসি মুখে দেখা গিয়েছে ভারতে প্রবেশ করার পর। বিমানবন্দরে অবতরণের পর সব খেলোয়াড়কে বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয়।

‘পার্ক হায়াত হায়দ্রাবাদে’ পাকিস্তান দলের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে সব খেলোয়াড়কে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। সুইমিং পুল, জিম থেকে শুরু করে সব বিলাসবহুল সুযোগ-সুবিধা পাওয়া যাবে হোটেলে। পিসিবি এর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে পাকিস্তানি খেলোয়াড়দের আগমনকে স্বাগত জানানো হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ম্যাচ জিতে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করবে পাকিস্তান ক্রিকেট টিম।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Pakistan Cricket (@therealpcb)

প্রস্তুতি ম্যাচের পর ৫ অক্টোবর থেকে শুরু হবে এই বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে ১৪ অক্টোবর।