HomeSports Newsএই ৫ ক্রিকেটারের জন্য ঝাঁপাবে RCB! জলের মতো বইবে টাকা

এই ৫ ক্রিকেটারের জন্য ঝাঁপাবে RCB! জলের মতো বইবে টাকা

- Advertisement -

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এখনও পর্যন্ত একটিও ট্রফি জিততে পারেনি। বহুবার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছে। আইপিএল ২০২৫ (IPL 2025)-এর আগে এই বছরের ডিসেম্বরে মেগা নিলাম হওয়ার কথা রয়েছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির মতো আরসিবিও তাদের দলকে শক্তিশালী করতে কিছু নামী ক্রিকেটারকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করার চেষ্টায় থাকবে।

বিরাট সবার শেষে! বড় দাবি করলেন ৮বার বিশ্বকাপজয়ী কিংবদন্তি

   

আরসিবি ম্যানেজমেন্টের চোখ থাকতে পারে মিচেল স্টার্কের দিকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পরিচিত স্টার্ককে গত মিনি নিলামে ২৪.৭৫ লাখ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে তাঁর পারফরম্যান্স ভাল হলেও এত দামি খেলোয়াড়কে কেকেআর আর রিটেইন না-ও করতে পারে। তেমনটা হলে স্টার্ককে দলের সঙ্গে যুক্ত করে নিজেদের বোলিং আক্রমণ শক্তিশালী করার সুযোগ হতে পারে আরসিবির সামনে।

আইপিএল ২০২৪-এ কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফিল সল্ট। মনে করা হচ্ছে যে বিসিসিআই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বাধিক ছ’জন খেলোয়াড়কে (চারজন দেশীয় এবং দু’জন বিদেশি) রিটেইন করার ব্যাপারে অনুমতি দিতে পারে। এমন পরিস্থিতিতে সল্টকে যদি কেকেআর ধরে না রাখে, তাহলে তাঁকে দলে নেওয়ার জন্য চেষ্টা করতে পারে আরসিবি।

বড় ঘোষণা! কপাল খুলবে এই ৫ ক্রিকেটারের?

তরুণ শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগেও অংশ নেবেন এই মেগা নিলামে। গত বেশ কয়েক মরশুম ধরে আরসিবি একজন সফল স্পিনারকে পাচ্ছে না। দুনিথ ব্যাটিংয়ের সময় বড় শট নিতেও পারদর্শী। দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন গত কয়েক মরশুম ধরে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে রয়েছেন। ক্লাসেন এমন একজন খেলোয়াড় যাকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাঁর ব্যাটিংয়ের কারণে দলে নিতে চাইবে। মিডল অর্ডার মজবুত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের ওপর বাজি ধরতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular