প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস শ্রীসন্থের (S Sreesanth) সঙ্গে বিতর্কের সম্পর্ক আজকের নয়। ক্রিকেটার হিসেবে শ্রীসন্থ অনেকবার ভুল কারণে খবরের শিরোনামে এসেছেন। কখনও হরভজনের চড় তো কখনও স্পট ফিক্সিংয়ের অভিযোগ। এবার আবারও সমস্যায় পড়েছেন শ্রীসন্থ। কেরালার সারিশ গোপালন নামে এক যুবক তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন।
কেরালার কান্নুর জেলার বাসিন্দা সারিশ গোপালন শ্রীসন্থ ও দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ২০১৯ সালে রাজীব কুমার ও ভেঙ্কটেশ কিনি স্পোর্টস অ্যাকাডেমি খোলার কথা বলে তার কাছ থেকে ১৮.৭০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগকারীর দাবি। একাডেমিটি কোল্লুরে স্থাপন করার কথা ছিল। রাজীব এবং ভেঙ্কটেশ সারিশকে বলেছিলেন যে শ্রীসন্থ তাদের তৃতীয় অংশীদার হিসাবে থাকবেন। তবে শ্রীসন্থ জানিয়েছেন, তিনি এ ধরনের কোনও আর্থিক লেনদেন বা অন্য কোনও কার্যকলাপের সঙ্গে জড়িত নন।
I would like to address a matter that requires clarification. There is currently false information being spread about me. I want to emphasize that these claims are completely unfounded, and I have no involvement with them whatsoever. It is truly disheartening to c this.
— Sreesanth (@sreesanth36) November 23, 2023
সারিশ বলেছেন যে শ্রীসন্থের নাম উঠতেই তিনি অর্থ বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো একাডেমি গড়ে ওঠেনি। এমনকি সারিশের টাকাও ফেরত দেওয়া হয়নি। কেরালা পুলিশ ভেঙ্কটেশ, রাজীব এবং শ্রীসন্থের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শ্রীসন্থকে এই মামলায় তৃতীয় অভিযুক্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিছুই স্পষ্ট নয়। শ্রীসন্থ এই মামলায় অভিযুক্ত হোক বা না হোক তদন্তের পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ শ্রীসন্থ এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০২ ধারায় মামলা দায়ের করেছে।
I want to emphasize that I have absolutely no involvement in any case whatsoever. I have not engaged in any financial transactions or any other activities at all. I truly appreciate the support and love from each and every one of you.
— Sreesanth (@sreesanth36) November 23, 2023