HomeSports NewsCricketসিরিজের মাঝপথে কোহলির দেওয়া 'বিরাট' সুখবর পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা

সিরিজের মাঝপথে কোহলির দেওয়া ‘বিরাট’ সুখবর পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা

- Advertisement -

বিরাট কোহলির (Virat Kohli) বিজয় হাজারে খেলা নিয়ে মঙ্গলবার দিনভর যে নাটক চলল, তা কম কিছু নয়। কখনও শোনা গেল তিনি খেলবেন না, আবার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরলেন ইউ-টার্নে! ক্রিকেট-বিশ্ব যেন মুহূর্তে পৌঁছে গেল এক থ্রিলার ছবির ক্লাইম্যাক্সে।

OTP ছাড়া টিকিট পাবেন না, নিয়ম বদলাতে চলেছে রেল

   

১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন

দীর্ঘ দেড় দশক পর ফের বিজয় হাজারে ট্রফিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। দিল্লি ক্রিকেট সংস্থাকে (ডিডিসিএ) তিনি জানিয়েছেন, তিনি খেলতে প্রস্তুত। ম্যাচগুলির আয়োজন বেঙ্গালুরুতে। যদিও বিরাটের প্রিয় চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক পদপিষ্ট-কাণ্ডের পর স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।

দিনের প্রথমার্ধে শোনা যায়, কোহলি বোর্ডকে জানিয়েছেন, তিনি খেলবেন না। কারণ হিসেবে উঠে আসে রবিবারের সেঞ্চুরির পর তাঁর মন্তব্য, “আমি অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাস করি না।” এদিকে রোহিত শর্মা ঠিক বিপরীত অবস্থান। অবসর নেওয়ার পরেও ঘরোয়া ক্রিকেট খেলতে আগ্রহী হয়ে তিনি বলেন, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফি কিংবা প্রয়োজনে বিজয় হাজারে খেলবেন মুম্বইয়ের হয়ে’।

রোহিত খেলছেন, তাহলে বিরাট ব্যতিক্রম হবেন কীভাবে? বোর্ড কার্যত অস্বস্তিতে। ঠিক তার পরেই আসে টার্ন—কোহলি জানিয়ে দেন, তিনি খেলবেন। ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলিও তা নিশ্চিত করেন।

ক্রিকেট-বিশ্লেষকদের মতে, বিরাটের সিদ্ধান্ত বদলের পেছনে রয়েছে নির্বাচন প্রক্রিয়ার প্রতি সম্মান। তিনি চাননি জাতীয় দলে ফেরার রাস্তা ঘরোয়া ক্রিকেট এড়িয়ে খোলা রয়েছে—এমন বার্তা যাক।

ঘরোয়া ম্যাচে কোহলির উপস্থিতি দর্শকদের কাছে কী অর্থ বহন করে তা সবাই জানে। রঞ্জি ম্যাচেও তাঁকে দেখতে স্টেডিয়ামে ভিড় হয়েছিল ১২ হাজারের বেশি। বিজয় হাজারেতে এবার তার থেকেও বেশি উন্মাদনা দেখা যাবে বলেই অনুমান।

সব কিছু ঠিকঠাক চললে নতুন বছরের শুরুতেই দুই থেকে তিনটি ম্যাচ খেলতে পারেন বিরাট—

৩ জানুয়ারি: সার্ভিসেস বনাম দিল্লি

৬ জানুয়ারি: রেলওয়েজ বনাম দিল্লি

৮ জানুয়ারি: হরিয়ানা বনাম দিল্লি

১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। বিরাটের স্থায়ী ঠিকানা এখন লন্ডন। ফলে ভারতের মধ্যেই পরপর ম্যাচ খেলে ফিরলে যাতায়াতের সুবিধা হবে। তিন ম্যাচই চিন্নাস্বামীতে আয়োজনের সম্ভাবনা থাকলেও, গ্যালারি ফাঁকা রাখা হতে পারে নিরাপত্তার স্বার্থে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular