HomeSports NewsCricketরায়পুরে অর্ধশতরানে করে এই নজির কোহলি-গায়কোয়াড জুটির!

রায়পুরে অর্ধশতরানে করে এই নজির কোহলি-গায়কোয়াড জুটির!

- Advertisement -

রায়পুরে দক্ষিণ আফ্রিকার (India vs Southafrica) বিপক্ষে দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন বিরাট কোহলি। স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে তুলে নিলেন ক্যারিয়ারের ৭৬তম অর্ধশতরান। ভারতের প্রথম ইনিংস গড়তে এই ইনিংস ছিল মেরুদণ্ডস্বরূপ। উল্লেখযোগ্যভাবে, এটি কোহলির টানা তৃতীয় ৫০+ স্কোর—যার প্রথমটি এসেছিল সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, দুই পরপর ডাকের পর দুর্দান্ত প্রত্যাবর্তনে।

সিরিজের মাঝপথে কোহলির দেওয়া ‘বিরাট’ সুখবর পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা

   

কোহলির এই ধারাবাহিকতা ভারতীয় ড্রেসিংরুমে যে স্থিরতা এনে দিয়েছে, তা আরও দৃশ্যমান হয় যখন তাকে যোগ দেন রুতুরাজ গায়কোয়াড়। নিয়মিত জায়গা পাকা করার ‘অডিশন’-এ ব্যস্ত এই ব্যাটার এদিন চার নম্বরে নেমে খেললেন পুরোদস্তুর দায়িত্বশীল ইনিংস। ভারত দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে দ্রুত হারিয়ে কিছুটা চাপে পড়লে, গায়কোয়াড় এগিয়ে আসেন কোহলির সঙ্গী হয়ে।

শুরুতে খানিকটা নার্ভাস হলেও দ্রুতই ছন্দ ফিরে পান সিএসকে অধিনায়ক। দারুণ স্ট্রাইক রোটেশন, উইকেটের মাঝে চমৎকার দৌড়, আর প্রয়োজনে বাউন্ডারি আদায়—সব মিলে ইনিংসটিতে ছিল পরিমিত আক্রমণ ও বিচক্ষণতার ছাপ। কোহলির ওপর বাড়তি চাপ না বাড়িয়ে নিজের খেলা খেলেন, এবং তুলে নেন ব্যক্তিগত দ্বিতীয় ওয়ানডে অর্ধশতরান—মাত্র অষ্টম ম্যাচেই।

রায়পুরের এই ম্যাচে কোহলির পরিণত ব্যাটিংয়ের সঙ্গে গায়কোয়াড়ের দায়িত্বশীল ইনিংস ভারতের স্কোরবোর্ডকে শক্ত ভিত দিয়েছে। প্রথম ওয়ানডেতে সুযোগ হাতছাড়া করার পর এদিন নিজের সম্ভাবনা প্রমাণে সফল রুতুরাজ। অন্যদিকে, কোহলি দেখালেন, এখনও তিনি ভারতীয় ব্যাটিং লাইনআপের প্রধান স্তম্ভ—তা ফর্মেই হোক বা পরিসংখ্যানেই। রায়পুরে দুই ব্যাটারের এই জুটি শুধু ইনিংস ধরে রাখেনি, বরং ভারতের জয় সম্ভাবনাকেও করেছে আরও দৃঢ়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular