অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের গল্পটা আর রূপকথা হয়ে উঠল না। পার্থের পিচে সপাটে আছড়ে পড়ল স্বপ্ন। রোহিত শর্মা করলেন মাত্র ৮ রান, বিরাট কোহলি তো খাতাই খুলতে পারলেন না। দুই কিংবদন্তির ব্যাট নিঃশব্দে বিদ্রোহহীন আত্মসমর্পণ করল মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউডের ঘূর্ণিপাকে।
অধিনায়কত্ব হারানোর পর রোহিতের জন্য যেমন ছিল নিজেকে প্রমাণের বড় সুযোগ। তেমনি কোহলির জন্যও এই সিরিজ ছিল সেই পুরনো ‘রান মেশিন’ ফিরে যাওয়ার পথ। কিন্তু প্রথম ধাপেই বড় ধাক্কা খেলেন তাঁরা।
রোহিত শুরুটা করেছিলেন সতর্কতায়। বল বুঝে খেলছিলেন। একটা সুন্দর কাভার ড্রাইভে চারও মারলেন। কিন্তু চতুর্থ ওভারে হ্যাজেলউডের বাউন্সিং ডেলিভারি সামলাতে না পেরে স্লিপে ধরা পড়েন। ব্যাটে হালকা স্পর্শ, বল কানায় লেগে সোজা চলে গেল রেনশর হাতে।
‘দৌড় থামবে না এখনও!’ অভিষেকের ইনস্টা পোস্ট ভাইরাল
অন্যদিকে, কোহলিকে দেখা গেল অস্বস্তিতে ভুগতে। এমন লাগছিল, তিনি যেন আত্মবিশ্বাসের ঘোর অনুপস্থিতিতে নামছেন। স্টার্কের অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে সহজ ক্যাচ দিলেন পয়েন্টে। রানশূন্য বিদায়। গোটা দেশে একরাশ হতাশা।
এই ম্যাচে পিচ ও আবহাওয়া অবশ্য ব্যাটারদের জন্য সহানুভূতিশীল ছিল না। মেঘলা আকাশ, পেস সহায়ক উইকেট, আর হ্যাজেলউড-স্টার্কদের বল হাতে পাওয়া বাড়তি গতি এবং সুইং, সব মিলিয়ে আদর্শ বোলিং কন্ডিশন। তবে সেটা মাথায় রেখেও প্রশ্ন থেকেই যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুতি কতটা ছিল ‘রো-কো’ জুটি?
Exclusive: Virat Kohli’s first interview after Test retirement on Fox Cricket. pic.twitter.com/OBdqC6NbKJ
— ADITYA (@Wxtreme10) October 19, 2025
ভারতীয় দল নির্বাচকরা বহু সমালোচনার পরেও এই দুই মহারথীকে ফেরালেন মূল দলে। কিন্তু এই পারফরম্যান্স সেই আস্থার প্রতিদান দিতে পারল না। সমর্থকরাও হতাশ। সকালের কুয়াশা সরিয়ে তারা চোখ রেখেছিল টিভি স্ক্রিনে, দুই প্রিয় তারকার জ্বলে ওঠার অপেক্ষায়। কিন্তু সেই আশার প্রদীপ নিভে গেল প্রথম ঘণ্টার মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় তাদের ২০২৭ বিশ্বকাপ খেলার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
তবে ক্রিকেটে প্রত্যাবর্তনের গল্প শেষ হয়ে যায় না এক ম্যাচে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রোহিত-কোহলির হাতে সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার। কিন্তু সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন, সেটা সময় বলবে।
Virat Kohli & Rohit Sharma faliure in Perth ODI against Australia