HomeSports NewsCricketঅবসরের পথে বিরাট কোহলি? রহস্যজনক পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

অবসরের পথে বিরাট কোহলি? রহস্যজনক পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

- Advertisement -

ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, কিং কোহলি (Virat Kohli) কি এবার সত্যিই বিদায় নিতে চলেছেন এক দিনের ক্রিকেট থেকেও? অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর বিরাট কোহলির এক রহস্যজনক পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা। বৃহস্পতিবার ভোরে পার্থে নামার পর সোশ্যাল মিডিয়ায় কোহলি লেখেন, “যখন তুমি হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও, তখনই তুমি সত্যিকার অর্থে ব্যর্থ হও।”

মাত্র ১৩ শব্দের এই বার্তা এখন ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে। কেউ বলছেন, এটাই সম্ভবত বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর। আবার কেউ বলছেন, এই পোস্টে লুকিয়ে রয়েছে কোহলির লড়াকু মনোভাবের প্রতিফলন। এর মাধ্যমে তিনি নাকি বোঝাতে চেয়েছেন, এখনও তিনি হাল ছাড়ছেন না।

   

তবে একটা বিষয় স্পষ্ট, বিরাটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ক্রমেই ঘনীভূত হচ্ছে। আইপিএলের পর থেকেও অনুপস্থিত ছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। যদিও জানা গিয়েছে, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে তিনি খেলবেন।

ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা অস্ট্রেলিয়ার, ছিটকে গেলেন তারকা স্পিনার

আরও জল্পনা বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৭ বিশ্বকাপের জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দলে রাখার পরিকল্পনা করছে না নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় যদি ‘রো-কো’ জুটি ব্যর্থ হন, তাহলে এই দু’জনের জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

তবে বিরাট কোহলির পারফরম্যান্স এখনও বলছে অন্য কথা। ওডিআইতে তিনি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩০২ ম্যাচে করেছেন ১৪,১৮১ রান, ৫৭.৮৮ গড়ে এবং ৯৩-এর বেশি স্ট্রাইক রেটে। তাঁর ঝুলিতে আছে ৫১টি সেঞ্চুরি এবং ৭৪টি হাফ সেঞ্চুরি।

এই বছরও সাতটি ওডিআইতে তিনি করেছেন ২৭৫ রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড আরও চোখধাঁধানো। ২৯ ম্যাচে ৫১.০৩ গড়ে ১৩২৭ রান, পাঁচটি সেঞ্চুরি, ছ’টি হাফ সেঞ্চুরি।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular