বিহার নির্বাচনে বিশেষ দায়িত্ব পেলেন তরুণ ভারতীয় ক্রিকেটার

vaibhav-suryavanshi-future-voter-icon-bihar-elections

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন (Bihar Elections) ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভোটারদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার সেই উদ্যোগে যুক্ত হলেন ভারতের তরুণ ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট মাঠে চমক দেখানো এই কিশোর এবার ভিন্ন ভূমিকায়। ‘ফিউচার ভোটার আইকন’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

Advertisements

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈভব সূর্যবংশীর মতো জনপ্রিয় তরুণ মুখকে ভোট সচেতনতার প্রচারে যুক্ত করার মূল উদ্দেশ্য হল নতুন ভোটারদের, বিশেষ করে প্রথমবারের ভোটারদের, গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে ভোটদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে এক ইতিবাচক বার্তা দিয়ে।

গোয়ার বিপক্ষে দেখতে পাওয়া যাবে রোনাল্ডোকে? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং প্রেস ইনফরমেশন ব্যুরো বৈভব সূর্যবংশীর এক বিশেষ ভিডিও প্রকাশ করেছে। সেখানে এই উদীয়মান ক্রিকেটার বলেন, “নমস্কার, আমি বৈভব সূর্যবংশী। আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। মাঠে যেমন আমার দায়িত্ব হলো ভালো খেলে দলকে জেতানো, তেমনি গণতন্ত্রে আপনাদের কাজ হলো সঠিকভাবে ভোট দেওয়া। সচেতন নাগরিক হয়ে ভোট দিন এবং গণতন্ত্রকে মজবুত করুন। বিহার ভোট দেবে এবং তাদের সরকার নির্বাচন করবে।”

Advertisements

বৈভবের এই ভিডিও বার্তাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন এবছর অনুষ্ঠিত হবে দুই দফায়। ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর। দুই দফার নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের আইকন হিসেবে ব্যবহার করা হচ্ছে।