HomeSports NewsCricketবিহার নির্বাচনে বিশেষ দায়িত্ব পেলেন তরুণ ভারতীয় ক্রিকেটার

বিহার নির্বাচনে বিশেষ দায়িত্ব পেলেন তরুণ ভারতীয় ক্রিকেটার

- Advertisement -

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন (Bihar Elections) ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভোটারদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার সেই উদ্যোগে যুক্ত হলেন ভারতের তরুণ ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট মাঠে চমক দেখানো এই কিশোর এবার ভিন্ন ভূমিকায়। ‘ফিউচার ভোটার আইকন’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈভব সূর্যবংশীর মতো জনপ্রিয় তরুণ মুখকে ভোট সচেতনতার প্রচারে যুক্ত করার মূল উদ্দেশ্য হল নতুন ভোটারদের, বিশেষ করে প্রথমবারের ভোটারদের, গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে ভোটদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে এক ইতিবাচক বার্তা দিয়ে।

   
গোয়ার বিপক্ষে দেখতে পাওয়া যাবে রোনাল্ডোকে? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং প্রেস ইনফরমেশন ব্যুরো বৈভব সূর্যবংশীর এক বিশেষ ভিডিও প্রকাশ করেছে। সেখানে এই উদীয়মান ক্রিকেটার বলেন, “নমস্কার, আমি বৈভব সূর্যবংশী। আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। মাঠে যেমন আমার দায়িত্ব হলো ভালো খেলে দলকে জেতানো, তেমনি গণতন্ত্রে আপনাদের কাজ হলো সঠিকভাবে ভোট দেওয়া। সচেতন নাগরিক হয়ে ভোট দিন এবং গণতন্ত্রকে মজবুত করুন। বিহার ভোট দেবে এবং তাদের সরকার নির্বাচন করবে।”

বৈভবের এই ভিডিও বার্তাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন এবছর অনুষ্ঠিত হবে দুই দফায়। ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর। দুই দফার নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের আইকন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular