যুদ্ধবিরতি চলাকালীন পাক বিমানহানায় নিহত ৩ ক্রিকেটার, বিরাট সিদ্ধান্ত নিল আফগানিস্তান

Three Afghanistan cricketers killed by Pakistan Airstrike

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ফের নেমে এল শোকের ছায়া। পাকিস্তানের সামরিক বাহিনীর বিমানহানায় আফগানিস্তানের (Afghanistan) পাকতিকা প্রদেশে প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের তিন ঘরোয়া ক্রিকেটার। কবীর, সিবগতুল্লাহ এবং হারুন। এই মর্মান্তিক ঘটনার পর পাকিস্তানে অনুষ্ঠেয় নভেম্বর মাসের ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)।

Advertisements

এয়ারস্ট্রাইকটি সংঘটিত হয় পাক-আফগান সীমান্তবর্তী উরগুন জেলার এক আবাসিক এলাকায়, যেখানে ওই তিন ক্রিকেটার বন্ধুত্বপূর্ণ ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। ঐ সময় একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণের সময় তারা এই হামলার শিকার হন। ঘটনায় আরও পাঁচজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সকলকে তাক লাগিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন ভারতের

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, “এটি একটি কাপুরুষোচিত ও অমানবিক হামলা, যা আমাদের ক্রীড়া পরিবারে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ ও নিহতদের প্রতি সম্মান জানিয়ে আমরা পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

আফগান ক্রিকেটের পোস্টার বয় এবং বর্তমান টি-২০ দলের অধিনায়ক রশিদ খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নারী, শিশু ও তরুণ খেলোয়াড়দের উপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকার লঙ্ঘনের এক জঘন্য উদাহরণ। জাতীয় সম্মান সবকিছুর ঊর্ধ্বে, আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানাই।” আন্তর্জাতিক তারকা মহম্মদ নবী ও ফজলহক ফারুকিও ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Advertisements

এই ঘটনার পটভূমিতে দেখা যাচ্ছে, অক্টোবরের শুরু থেকে পাক-আফগান সীমান্তে টানাপোড়েন চলছিল। ১১ অক্টোবর দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার জেরে সীমান্তে বহু মানুষ হতাহত হন। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ৪৮ ঘণ্টার এক সাময়িক সংঘর্ষবিরতির মধ্যেই ঘটে এই হামলা। আফগান সরকার ও তালিবান প্রশাসন এই বিমান হামলাকে যুদ্ধবিরতির চুক্তির চরম লঙ্ঘন হিসেবে দেখছে।

এই ঘটনার জেরে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল আকার নিচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। আফগানিস্তানের সিরিজ বয়কট পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ওপরও বড় ধাক্কা হতে পারে, যেখানে ভারত আগে থেকেই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

Three Afghanistan cricketers killed by Pakistan Airstrike