প্রকাশ্যে ভারত-পাক মহারণের দিনক্ষণ! ইডেনে কটা ম্যাচ?

t20-world-cup-2026-india-vs-pakistan-possible-fixture

আগামী বছর ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর। গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই টুর্নামেন্টের সম্ভাব্য সূচি, ভেন্যু এবং অতিগুরুত্বপূর্ণ ভারত–পাকিস্তান ম্যাচের সম্ভাব্য তারিখ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

Advertisements

চূড়ান্ত ঘোষণা না এলেও ক্রিকেট মহলের জোরাল ইঙ্গিত, ভারতের অভিযান শুরু হতে পারে আমেরিকার বিরুদ্ধে। বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ৮ মার্চ। দেশের মাটিতে সূর্যদের নতুন অধ্যায় শুরু হবে তুলনামূলক নতুন প্রতিপক্ষকে দিয়ে। নিঃসন্দেহে টুর্নামেন্টে বাড়তি নাটকীয়তা যোগ করবে।

   

লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীর প্রতীক্ষার কেন্দ্রবিন্দু ভারত–পাকিস্তান ম্যাচ নিয়েও তৈরি হয়েছে নতুন অধ্যায়। সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার সম্ভাব্য তারিখ ১৫ ফেব্রুয়ারি। তবে ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোয়, ভারতের মাটিতে নয়।

হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতের ভেন্যুতে খেলতে আসবে না, এটাই বড় কারণ। এই মডেল মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে প্রয়োগ করে সফলতা পেয়েছিল আইসিসি। এমনকী পাকিস্তান যদি সেমিফাইনালেও ওঠে, তাদের ম্যাচ শ্রীলঙ্কাতেই আয়োজন করা হবে। আর যদি দু’দল ফাইনালে মুখোমুখি হয়, তবে সেই লড়াই কি নিরপেক্ষ ভেন্যুতে হবে? সেটাই এখন বড় প্রশ্ন।

করমর্দন কি হবে? রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিলেন বিসিসিআই সচিব

এশিয়া কাপের স্মৃতি এখনও তাজা সেখানে ভারত–পাক ক্রিকেটারদের করমর্দন না হওয়া ঘিরে বিতর্কের শেষ ছিল না। বিশ্বকাপে কি সেই দৃশ্য আবার দেখা যাবে?

বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট জানিয়েছেন, “আমি জ্যোতিষী নই। ভবিষ্যতে কী হবে বলতে পারব না। রাজনৈতিক পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, এশিয়া কাপ ট্রফি ফেরানো নিয়েও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নাকভির সঙ্গে তাঁর কথা হয়েছে। ভারত–শ্রীলঙ্কা মিলিয়ে আট ভেন্যু, ইডেনে সাত ম্যাচের সম্ভাবনা। এই বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট আটটি ভেন্যু রাখা হয়েছে।

ভারতের পাঁচ ভেন্যু:

কলকাতা (ইডেন গার্ডেন্স)

আহমেদাবাদ

Advertisements

চেন্নাই

মুম্বই

দিল্লি

শ্রীলঙ্কার তিন ভেন্যু:

কলম্বো

ক্যান্ডি

গল

যেহেতু ভারতের মাটিতে পাঁচটি ভেন্যুতে ম্যাচ হবে, তাই ইডেন গার্ডেনে সাতটি ম্যাচ পাওয়ার সম্ভাবনা প্রবল। সিএবি কর্তাদের আশা, একটি সেমিফাইনালও ইডেনে আয়োজন করা হতে পারে। শহরের ক্রিকেট–উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে।