কলকাতা: বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য এ যেন এক বড় আনন্দের খবর। ২০২৬ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ।
যে শহরগুলি এই মরসুমে ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে রয়েছে আহমেদাবাদ, নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই। তবে বড় বিস্ময় হল, বাদ পড়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে বেঙ্গালুরু অন্যতম প্রধান কেন্দ্র হলেও এবারে সেই শহরকে বাদ দেওয়া হয়েছে। আইসিসি সূত্রে খবর, শ্রীলঙ্কার তিনটি শহরে অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ—যার মধ্যে দুটি শহর কলম্বো ও ক্যান্ডি হওয়ার সম্ভাবনাই প্রবল।
সমুদ্রতীরে এই সুন্দরীর সঙ্গে হার্দিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, ফাইনালের মঞ্চ হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
তবে যদি পাকিস্তান ফাইনালে পৌঁছয়, সেই ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কায়, কারণ ভারত ও পাকিস্তান বোর্ডের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা রয়েছে যে, দুই দেশের মধ্যে কোনও দল অপর দেশের মাটিতে খেলবে না। ফলে ভারত বনাম পাকিস্তান ফাইনাল হলেও ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতেই।
আগামী সপ্তাহেই আইসিসি আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করবে বলে জানা গেছে। পিটিআই সূত্রে জানা যায়, টুর্নামেন্ট শুরুর প্রায় তিন মাস আগে চূড়ান্ত গ্রুপবিন্যাস ও ম্যাচের সূচি প্রকাশ করা হবে। বর্তমানে বেশিরভাগ দলই নিজেদের পরিকল্পনা সাজানোর জন্য সেই ঘোষণার অপেক্ষায়।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সংস্করণের ফর্ম্যাটে, যেখানে ২০টি দল অংশ নেবে। দলগুলোকে ভাগ করা হবে চারটি গ্রুপে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি দল। প্রত্যেক দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপের সেরা দুটি করে দল সুপার এইট পর্যায়ে উন্নীত হবে। সেখানেও আটটি দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে, এবং সেখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। শেষপর্যন্ত দুই ফাইনালিস্ট মুখোমুখি হবে স্বপ্নের ট্রফি জয়ের লড়াইয়ে।
আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও, ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেরা সাত দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তারা হল — আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর পাশাপাশি টি-২০ র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি যোগ্যতা পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
বাকি দেশগুলির মধ্যে কানাডা যোগ্যতা অর্জন করেছে আমেরিকার প্রাক-বাছাই পর্ব থেকে, ইতালি ও নেদারল্যান্ডস ইউরোপ থেকে, নামিবিয়া ও জিম্বাবোয়ে আফ্রিকা থেকে, এবং নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি (UAE) এশিয়ার প্রাক-বাছাই পর্বে সাফল্য অর্জন করে মূল পর্বে জায়গা করে নিয়েছে।
কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ পড়ার খবর ইতিমধ্যেই ক্রিকেটভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করেছে। ইডেনের গ্যালারিতে আবারও বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়বে, এমনটাই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা। বহু বছর পর বিশ্বকাপের ম্যাচ ফেরত আসছে বাংলার মাটিতে — ফলে ক্রিকেট উন্মাদনা নতুন মাত্রা পেতে চলেছে আগামী বছরে।


