গম্ভবীরের পাশে দাঁড়িয়ে ‘বিস্ফোরক’ ভারতীয় কিংবদন্তি

sunil-gavaskar-on-indian-cricket-team-batting-criticism

ইডেনের বাতাসে এখনও সেই পরাজয়ের গন্ধ। আলো-আঁধারির মাঝে ফিকে আলোয় ডুবছে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) আত্মবিশ্বাস। কিন্তু যতটা আলোচনায় রয়েছে ম্যাচ, তার চেয়েও বেশি জায়গা দখল করেছে পিচ, নির্বাচন আর ব্যাটারদের টেকনিক নিয়ে বিতর্ক। বহু প্রাক্তন তারকা যেখানে আঙুল তুলছেন গৌতম গম্ভীরের দিকে, সেখানে একেবারেই উল্টো সুরে কথা বললেন ভারতের জীবন্ত কিংবদন্তি সুনীল গাভাসকর।

Advertisements

গম্ভীরকে সমর্থন করে কিংবদন্তি সানি যেন আঙুল তুললেন একদম মাঝ স্টাম্পে, “দোষ পিচের নয়, দোষ ব্যাটারদের। তেম্ভা বাভুমার মতো কেউ খেলতে পারল না কেন?”

   

ইডেনে ম্যাচ চলাকালীন কলকাতা পুলিশের জালে ৩, কারণ শুনেই চক্ষুচড়ক!

গম্ভীরের দাবি: পিচ যেমন চেয়েছি, ঠিক তেমনই

ম্যাচের পর সাংবাদিকদের সামনে গম্ভীর স্পষ্ট করেন, ‘পিচ খারাপ ছিল না। রান তাড়া করা যেত। ব্যাটারদের মানসিক দৃঢ়তার অভাব ছিল।”

১২৪ রানের লক্ষ্য, আন্তর্জাতিক মানে খুব বড় কিছু নয়। গম্ভীরের মতে, “মানসিকতা” আর “ধৈর্য” দুটি শব্দই ভারতীয় ব্যাটারদের অভিধান থেকে যেন হারিয়ে গিয়েছে।

গাভাসকরও একই সুরে জানান, পিচ নয়, দায় ব্যাটারদের। গাভাসকর আরও সহজভাবে বুঝিয়ে দিলেন, “এই পিচে পাঁচ দিনের টেস্ট খেলার মতো ধৈর্য দরকার ছিল। তিনটি ডট বলের পরই যদি বড় শট খেলতে যান, তাহলে বিপর্যয় হবেই।”

Advertisements

সানি দেখিয়ে দিলেন আসল সমস্যা কোথায়। টার্ন, বাউন্স, গ্রিপ এসব ক্রিকেটের অংশ। কিন্তু চাপ সামলানো? সেখানেই ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা।

নিলামে এই তিন কারণে প্রাক্তন নাইট তারকাকে দলে টানবে CSK!

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্ভা বাভুমার ইনিংস যেন গাভাসকরের কাছে এক ‘মাস্টারক্লাস’।

মাত্র কয়েক ঘণ্টা আগেই ‘মাটি কামড়ে’ ৫৫ রানের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাভুমা। স্পিনে দুর্বল বলে পরিচিত ভারতীয় ব্যাটারদের দিকে তাকিয়ে গাভাসকর বলেন, “এটাই ছিল পথ দেখানোর আলো। কিন্তু কেউ দেখল না।” এখন প্রশ্ন ভারতীয় ব্যাটিং কি শুধু প্রতিভার উপর ভরসা করছে?

হয়তো ভারতীয় ক্রিকেট এখন বড় শট, দ্রুত রান আর ফ্লেয়ার দেখাতে এতটাই ব্যস্ত যে ক্লাসিক ধৈর্য, ব্যাটিংয়ের মূল মন্ত্র ভুলে যাচ্ছে?
এমন প্রশ্ন উঠতেই পারে।