ইন্দোরের মাঠে বৃহস্পতিবার মহিলাদের বিশ্বকাপে (ICC Womens World Cup) ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াই যেন রোমাঞ্চের নতুন সংজ্ঞা লিখল। মরণ-বাঁচন ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন। প্রথম দেখায় সিদ্ধান্তটি যৌক্তিক মনে হলেও, শেষ পর্যন্ত সেটিই যেন নিউজিল্যান্ডের গলায় ফাঁস হয়ে দাঁড়ায়। কারণ, সেই সুযোগটিকে স্মৃতি মন্ধানা আর প্রতিকা রাওয়াল পরিণত করলেন এক দুর্দান্ত সূচনায়।
ভারতের দুই ওপেনার শুরু থেকেই দেখিয়ে দেন তাঁদের উদ্দেশ্য। শুরুর দশ ওভারেই তারা তুলে ফেলেন পঞ্চাশের বেশি রান। প্রতিকা খেলছিলেন ধৈর্যের সঙ্গে, আর অন্য প্রান্তে স্মৃতি যেন আগুনে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। অফড্রাইভ, কভারড্রাইভ, পুল সব শটে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, চলতি বিশ্বকাপে তাঁর প্রথম তিন অঙ্কের ইনিংস। আগের ম্যাচগুলিতে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ এদিনের ম্যাচে মুছে দিলেন স্মৃতি। শেষ পর্যন্ত ৯৫ বলে ১০৯ রানে আউট হন তিনি।
কোন ভারতীয়ের নেই! এই পাক ক্রিকেটার গড়লেন বিরল রেকর্ড
স্মৃতির এই ইনিংস শুধু ভারতকে ম্যাচে এগিয়ে দেয়নি, তৈরি করেছে একাধিক রেকর্ডও। এক ক্যালেন্ডার বছরে মহিলাদের ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি করে তিনি ছুঁয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা তাজমিন ব্রিটসের রেকর্ড। সেই সঙ্গে কেরিয়ারের ১৪তম শতরান পূর্ণ করে তিনি এখন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিংয়ের ঠিক পরেই অবস্থান করছেন। ল্যানিংয়ের সংগ্রহে রয়েছে ১৫টি সেঞ্চুরি, আর স্মৃতির সামনে এখন সেই মাইলফলক ছোঁয়ার সুযোগ।
অবশ্য স্মৃতির ঝলকানির আড়ালে ভারতীয় ওপেনিং জুটিরও আলাদা গল্প আছে। প্রতিকা রাওয়ালের সঙ্গে তাঁর জুটি তুলে এনেছে এই বছরে পঞ্চম সেঞ্চুরি পার্টনারশিপ। এক্ষেত্রে মহিলাদের ক্রিকেট ইতিহাসে বিরল কৃতিত্ব। এর আগে ২০০০ সালে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক ও লিসা কেইটলি এক বছরে পাঁচটি শতরান জুটি গড়েছিলেন। ভারতীয় জুটির এই ধারাবাহিকতা প্রমাণ করে, টপ অর্ডার এখন দলের শক্তির মেরুদণ্ড।
𝐇.𝐔.𝐍.𝐃.𝐑.𝐄.𝐃 💯
A batting masterclass from #TeamIndia vice-captain Smriti Mandhana in a crucial game 👏
ODI century no. 1⃣4⃣ 🫡
Updates ▶️ https://t.co/AuCzj0X11B#WomenInBlue | #INDvNZ | #CWC25 | @mandhana_smriti pic.twitter.com/rs3X5JYc4V
— BCCI Women (@BCCIWomen) October 23, 2025


