Shubman Gill: সেঞ্চুরি করায় ধেয়ে এল কুমন্তব্য; ছাড় পেলেন না শুভমনের দিদিও

গুজরাট টাইটানসের হয়ে শুভমন গিলের অপ্রতিরোধ্য ১০৪ রানের ইনিংস ইতি টেনে দেয় বিরাটদের প্লে অফের যাত্রা। তবে আরসিবি ভক্তরা এমন জিনিস একেবারেই ভালো চোখে নেয়নি।…

Shubman Gill

গুজরাট টাইটানসের হয়ে শুভমন গিলের অপ্রতিরোধ্য ১০৪ রানের ইনিংস ইতি টেনে দেয় বিরাটদের প্লে অফের যাত্রা। তবে আরসিবি ভক্তরা এমন জিনিস একেবারেই ভালো চোখে নেয়নি। তাদের রাগ সমস্ত শালীনতার উর্দ্ধে উঠে আক্রমণ করে গিলের বোন শেহনীলকে।

ম্যাচের পর শুভমন তার ইস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নিজের ছবি পোস্ট করে লেখেন, “এখনই শুরু হল।” সেখানে অনেকেই অভিনন্দন জানান। তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, রশিদ খান, ক্রুণাল পণ্ড্য ইত্যাদি। ছিলেন শেহনীলও। শেহনীল কমেন্ট করতেই “ভক্ত”-রা ক্ষেঁপে গিয়ে তাঁকে নিয়ে অশালীন মন্তব্য করা আরম্ভ করে।

   

আরসিবি “ভক্ত”-দের এমন আচরণ অবশ্য নতুন নয়। ২০২১ সালে কোলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক ওভারে ২২ রান দিয়ে ফেলেন ব্যাঙ্গালোর হয়ে খেলা অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। বস্তুত, ওই ওভারেই ম্যাচ ঘুরে যায় কোলকাতার দিকে। সেইবারও অকথ্য অশালীন মন্তব্য শুনতে হয় ড্যান ও তাঁর পরিবারকে, বিশেষত তাঁর স্ত্রীকে। সেই বিষয়ে সোচ্চারও হয়েছিলেন তিনি নিজে, তবে বদলায়নি কিছুই।

ম্যাচের কথা বলতে গেলে, গুজরাট টাইটানস ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে জিতে নেয় শেষ ওভারে ৫ বল বাকি থাকতেই, ও ৬ উইকেট হাতে রেখে। ওয়েন পার্নেলের ফ্রি হিটের বলে জয়ের রান তুলে নেন গিল। জয়ের ছক্কায় সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। তরুণ গুছরাট ওপেনার ৫২ বলে ১০৪* করে জিতে নেন ম্যাচ। ২৩ বছর বয়সী শুভমন গিল এই ইনিংসের পর জিতেও নেন সেরা খেলোয়াড়ের শিরোপা।