“চ্যালেঞ্জ…” ইডেনের ঘূর্ণি পিচ দেখে দক্ষিণ আফ্ৰিকা নিয়ে ‘বিস্ফোরক গিল’!

shubman-gill-react-india-vs-south-africa-eden-gardens-test-2025

ছ’বছর পর আবার ইডেন গার্ডেনে ফিরছে টেস্ট ক্রিকেট। বহুপ্রতীক্ষিত ভারত বনাম দক্ষিণ আফ্ৰিকা (India vs South Africa) ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে উন্মাদনা। কিন্তু ভারত অধিনায়ক শুভমন গিল জানিয়ে দিলেন, এই ম্যাচ শুধু আবেগ নয়। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে এক বড় পরীক্ষা। আর তাই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে তিনি যেমন সমীহ করছেন, তেমনই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত বলেও জানালেন।

Advertisements

ISL অনিশ্চয়তায় ফুটবলারদের অনুশীলন এবং বেতন নিয়ে ‘বিরাট’ ঘোষণা বাগান সভাপতির

   

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে গিল বলেন, “বুধবার পিচ যেমন দেখেছিলাম, আজ এসে দেখছি একটু আলাদা। কাল সকালে আবার দেখলেই নিশ্চিতভাবে বোঝা যাবে। আপাতত দেখে মনে হচ্ছে পিচ শুকনো, যেখানে রিভার্স সুইং ভূমিকা নিতে পারে।” ইডেনের কিউরেটরের কাছে ভারতীয় দল নাকি আবদার করেছে প্রথম দিন থেকেই বল টার্ন করানোর। তবে গিল এও মনে করিয়ে দেন, “দক্ষিণ আফ্রিকার হাতেও মহারাজ, মুত্থুস্বামী, হারমারের মতো স্পিনার আছে। তাই লড়াই যে সমানে সমান হবে, সেটা বলাই যায়।”

ভারতীয় দলে একাধিক স্পিন অলরাউন্ডার থাকায় আত্মবিশ্বাসী গিল বলেন, “আমাদের সৌভাগ্য যে দলে ওয়াশি, অক্ষর, জাড্ডুর মতো ক্রিকেটার আছে, যারা ব্যাট-বোলে সমান দক্ষ। ওদের বেঞ্চে রাখা কঠিন। উপমহাদেশের উইকেটে অলরাউন্ডারদের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ।”

Advertisements

রঞ্জিতে দুর্দান্ত পারফরম্যান্সের পরও মহম্মদ শামির বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠতেই গিল স্পষ্টভাবে বলেন, “শামি ভাইয়ের মতো বোলারকে বাদ দেওয়া সত্যিই কঠিন। কিন্তু সিরাজ, বুমরাহ, আকাশ প্রত্যেকেই দারুণ ফর্মে আছে। এই সিদ্ধান্ত নির্বাচকদের। আমাদের পেসাররা জানে, ভারতের পিচে কীভাবে সফল হতে হয়।”

প্রথম একাদশ নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন গিল। কুলদীপ যাদবের জায়গা হবে কি না, সে বিষয়ে তিনি বলেন, “শুক্রবার পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” সিরিজের গুরুত্বের প্রসঙ্গে গিল বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে এই সিরিজে ভালো খেলতেই হবে। দক্ষিণ আফ্রিকা খুবই শক্তিশালী দল। কঠিন মুহূর্ত আসবে, কিন্তু আমরা জানি কীভাবে সেটা সামলাতে হয়। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা।”