অ্যাডিলেড, ২৩ অক্টোবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। বুধবার অ্যাডিলেডের রাস্তায় হাঁটতে গিয়ে এক সমর্থকের সঙ্গে করমর্দন করেন গিল। সেই সময়েই হঠাৎ ওই ভক্তের মুখ থেকে শোনা যায়—“Pakistan Zindabad।” মুহূর্তটি ভিডিও আকারে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, গিল সম্পূর্ণ স্থির ও নির্লিপ্ত থেকে কোনও প্রতিক্রিয়া জানাননি। তাঁর এই সংযত আচরণই ভক্ত-সমর্থকদের দৃষ্টি কেড়েছে। তবে ভিডিওর অডিও কতটা প্রামাণ্য, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
ঐচ্ছিক প্র্যাকটিসে অনুপস্থিত গিল-কোহলি-আইয়ার
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে ভারত। ম্যাচের আগের দিন টিম ইন্ডিয়া ঐচ্ছিক প্র্যাকটিস সেশনে অংশ নেয়। তবে সেখানে দেখা যায়নি বিরাট কোহলি, শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারকে।
তাদের পরিবর্তে সিনিয়র ওপেনার রোহিত শর্মা ব্যাটিং প্র্যাকটিস করেন। প্রায় ১৫–২০ মিনিট নেটে কাটান তিনি। সাধারণ থ্রোডাউন নেন এবং মূলত টাইমিং-এর ওপর মনোনিবেশ করেন।
প্রথম ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স
পার্থে প্রথম ওয়ানডেতে ভারতের টপ-অর্ডারের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ ছিল না।
- বিরাট কোহলি খেলেন মাত্র ৮ বল, তারপর শূন্য রানে আউট হন।
- শুভমান গিল ১৮ বলে ১০ রানের বেশি করতে পারেননি।
- শ্রেয়স আইয়ারও ছন্দে ফেরেননি, ২৪ বলে করেন মাত্র ১১ রান, আউট হন জশ হ্যাজলউডের বলে।
এই ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে তাদের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
রাহুল ও জুরেলের প্রস্তুতি
প্র্যাকটিসে দেখা যায় কেএল রাহুল ও ধ্রুব জুরেলকে নেটে ব্যাটিং করতে। রাহুল পাশাপাশি উইকেটকিপিং ড্রিলও করেন। কোচিং স্টাফ বিশেষত বোলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন।
বোলিং ইউনিটে কাজ
ভারতের বোলিং কোচ মর্নে মর্কেলকে দেখা যায় পেসার মোহাম্মদ সিরাজের সঙ্গে লম্বা আলোচনায় ব্যস্ত। মূলত সীম পজিশন ও লোডিং নিয়ে কাজ করেন তারা। নেটে সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ নিয়মিত বোলিং করেন, যেখানে গুড-লেংথ এলাকায় মার্কার বসানো হয়েছিল সঠিক টার্গেটের জন্য। প্রথম ম্যাচে ব্যাট হাতে নজরকাড়া নিতীশ কুমার রেড্ডি দ্বিতীয় সেশনে নিজের বোলিংয়ের দিকে মনোযোগ দেন।
A PAKISTANI FAN TAUNTED SHUBMAN GILL IN AUSTRALIA BY SHAKING HANDS WITH HIM AND THEN SAYING “PAKISTAN ZINDABAD” IN FRONT OF HIM 😭😭😭😭
pic.twitter.com/QmTi16K0jp— 𝐀. (@was_abdd) October 22, 2025
অ্যাডিলেড ওভালে ম্যাচের আগে শুভমান গিলের চারপাশে তৈরি হয়েছে দ্বিমুখী আলোড়ন। একদিকে তাঁর ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, অন্যদিকে প্রথম ম্যাচে ব্যর্থতার পর রান করার চাপ। টিম ইন্ডিয়া চাইবে, অধিনায়ক গিল ও সিনিয়ররা ব্যাট হাতে ছন্দে ফিরুক এবং জয়ের পথে দলকে এগিয়ে নিক।