ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের মুখ শুভমন গিল (Shubman Gill)। ব্যাট হাতে বহুবার দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। এবার নেতৃত্বের ভূমিকায় নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু শুরুটা তেমন ভালো হলো না। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন শুভমন। আর সেই ম্যাচেই ভারত হার মানে সাত উইকেটে। ফলে এক অদ্ভুত ও বিরল নজিরে নাম লেখালেন তিনি। বিশ্ব ক্রিকেটের সেই ৯ অধিনায়কের তালিকায়। যাঁরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হেরেছেন।
তবে শুভমনের ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করা দরকার। এখনও তিনি সরকারিভাবে টি-টোয়েন্টির অধিনায়ক হননি। কিন্তু ২০২৪ সালে জিম্বাবোয়ে সফরে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে তিনি নেতৃত্ব দেন, আর সেই ম্যাচেও ভারত হারে ১৩ রানে।
এরপর চলতি বছরের ইংল্যান্ড সফরে লিডসে নিজের প্রথম টেস্ট অধিনায়কত্বের ম্যাচেও জয় অধরা ছিল। সেখানে ইংল্যান্ড পাঁচ উইকেটে হারিয়েছিল ভারতকে।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই নজির খুব বেশি জনের নেই। শুভমনের আগে এই তালিকায় ছিলেন কেবল বিরাট কোহলি।
‘অপারেশন সিঁদুর’র গর্জন দীপাবলির আকাশে! সঙ্গে আতসবাজিতে রিঙ্কুর ছক্কা
২০১৩ সালের ২ জুলাই, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রথম ওয়ানডে অধিনায়কত্বে মাঠে নামেন কোহলি। ভারত হারে ১৬১ রানে। এরপর ২০১৪ সালের ৯ ডিসেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথমবার অধিনায়ক কোহলি। সেখানেও হার ৪৮ রানে। ২০১৭ সালের ২৬ জানুয়ারি টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচে অধিনায়ক কোহলি হেরেছিলেন ইংল্যান্ডের কাছে সাত উইকেটে।
বিশ্ব ক্রিকেটে শুভমন গিল ও বিরাট কোহলির সঙ্গে আরও রয়েছেন সাতজন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার শন পোলক, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাকালাম, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান, জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজা, পাকিস্তানের মহম্মদ রিজওয়ান এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। এঁরাও অধিনায়ক হিসাবে তিন ফরম্যাটেই প্রথম ম্যাচে হেরেছেন।
তবে এই পরিসংখ্যান যতটা হতাশাজনক শোনায়, বাস্তবে তা ভবিষ্যতের সম্ভাবনা ম্লান করে না। কারণ এমন নজিরের উল্টোদিকেও দাঁড়িয়ে আছেন কিছু সফল অধিনায়ক। যেমন বীরেন্দ্র শেহবাগ, তিন ফরম্যাটেই অধিনায়ক হয়ে নিজের প্রথম ম্যাচে জিতেছেন। একই কাজ করেছেন অজিঙ্ক রাহানে। এমনকি মহেন্দ্র সিং ধোনি টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে জিতলেও, ওয়ানডেতে অধিনায়কত্বের শুরুটা হয়েছিল পরাজয়ে। রোহিত শর্মাও ওয়ানডেতে প্রথম অধিনায়কত্বে হেরেছিলেন, তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে জয় দিয়েই শুরু।


