Monday, December 8, 2025
HomeSports NewsCricketঅবসর ভেঙে ২২ গজে প্রত্যাবর্তনের ঘোষণা ওপার বাংলার ক্রিকেটারের

অবসর ভেঙে ২২ গজে প্রত্যাবর্তনের ঘোষণা ওপার বাংলার ক্রিকেটারের

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়, বিতর্ক আর প্রতিভার সমানুপাতিক সমীকরণ শাকিব আল হাসান (Shakib Al Hasan) আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার এক বছরের মাথায় নিজের সিদ্ধান্ত বদল। তিনি আনুষ্ঠানিকভাবে কখনও অবসর নেননি, বরং দেশের মাটিতে তিন ফরম্যাটেই একটি করে পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপরই ক্রিকেটকে বিদায় জানাতে চান।

টি-টোয়েন্টি সিরিজের আগে ‘বিরাট’ সুখবর দিল ভারতীয় শিবির

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ব্যস্ত শাকিব সম্প্রতি ‘বিয়ন্ড দ্য বিয়ার্ড’ পডকাস্টে মইন আলির সঙ্গে কথা বলতে গিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে বললেন, “আমি আনুষ্ঠানিক ভাবে সব ফরম্যাট থেকে অবসর নিইনি। আমি চাই বাংলাদেশের মাটিতে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি করে সিরিজ খেলতে। তারপরই অবসর নেব।”

   

প্রায় দেড় বছর জাতীয় দলে না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছাই তাকে ফিটনেস ধরে রাখতে উৎসাহ দিচ্ছে বলে জানান তিনি।

সমর্থকদের সামনে বিদায়ের প্রত্যাশা প্রসঙ্গে শাকিব বলেন, “আমি ভাল খেলি বা খারাপ, সেটা বড় কথা নয়। যারা এত বছর আমাকে সমর্থন করেছেন, তাদের সামনে বিদায় নেওয়ার একটা মঞ্চ চাই।”

তবে বাধাহীন পথ নয়, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর শাকিবকে ঘিরে পরিস্থিতি মোটেই সহজ নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সাংসদ হিসেবে তার বিরুদ্ধে জনরোষ বাড়ে। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ মামলায় দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করে। নিরাপত্তাজনিত কারণে দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলতে অনীহা প্রকাশ করেছিল কর্তৃপক্ষ। এই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে শাকিবের দেশে ফেরা এবং পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে নামা কতটা সম্ভব? সেটা এখন বড় প্রশ্ন।

১৮ বছরের আন্তর্জাতিক যাত্রা

২০০৬ সালে অভিষেকের পর ব্যাটে ১৪ হাজারের বেশি রান ও বলে ৭০০ ওপর উইকেট—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় লিখেছেন শাকিব। নেতৃত্ব, প্রতিভা, বিতর্ক—সব মিলিয়েই তিনি ছিলেন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শেষ অধ্যায়ে নায়ক না খলনায়ক?

এখন প্রশ্ন—শাকিব কি পারবেন দেশের জার্সিতে আরেকবার মাঠে নামতে? তিন ফরম্যাটে এক শেষ নাচ কি দেখতে পাবে বাংলাদেশের সমর্থকরা? নাকি রাজনীতি, নিরাপত্তা আর আইনি জটিলতার জালে আটকে শেষ অধ্যায়টি অপূর্ণই থেকে যাবে?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular