HomeSports NewsCricketসুপার জায়ান্টস কর্ণধারের বিরাট ঘোষণায় উচ্ছ্বসিত ভক্তরা!

সুপার জায়ান্টস কর্ণধারের বিরাট ঘোষণায় উচ্ছ্বসিত ভক্তরা!

- Advertisement -

আইপিএল ২০২৬ (IPL 2026) আগে বড়সড় ঘোষণা করল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ১৬ অক্টোবর ফ্র্যাঞ্চাইজির কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন এবার লখনউতে নতুন ভূমিকায় অর্থাৎ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছেন। ৩৫ বছর বয়সী উইলিয়ামসনের এই নিয়োগ দলের পরপর দুই মরশুমের ব্যর্থতার পরে নতুন পরিকল্পনার অংশ হিসেবে ধরা হচ্ছে।

গত দুই সিজনে (২০২৪ ও ২০২৫) লখনউ সুপার জায়ান্টস সপ্তমে স্থান পেয়েছিল। যদিও ২০২২ ও ২০২৩ তাদের টানা তৃতীয় স্থান দখলের পর একপ্রকার পতনের ইঙ্গিত। এবার তাই দল রিবিল্ডের পথে হাঁটছে এবং উইলিয়ামসনের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে কেন্দ্রে রেখেই নতুন সূচনা করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি।

   

লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিজস্ব এক্স হ্যান্ডেলে লেখেন, “কেন আমাদের সুপারজায়ান্টস পরিবারের অংশ ছিলেন এবং তাঁকে নতুন ভূমিকায় স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। তাঁর নেতৃত্ব, কৌশলগত অন্তর্দৃষ্টি, খেলাটির প্রতি গভীর বোঝাপড়া এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা তাঁকে দলের জন্য অমূল্য করে তোলে।”

এশিয়ান কাপ থেকে বিদায়ের পর এই তারকাকে নিশানা করে ‘বিস্ফোরক’ ভাইচুং

উইলিয়ামসন আইপিএলে এখন পর্যন্ত ৭৯ ম্যাচ খেলেছেন এবং মোট ২১২৮ রান করেছেন ৩৫.৪৬ গড়ে এবং ১২৫.৬১ স্ট্রাইক রেটে। ২০১৮ সালে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেন ফাইনালে। ২০১৬ সালে দল জিতেছিল আইপিএল শিরোপাও। এরপর গুজরাট টাইটান্সে যোগ দিলেও মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। ২০২৫ আইপিএল নিলামে অংশ নিলেও কোনো দল তাঁকে নেয়নি।

পাশাপাশি বহু পরিবর্তন হচ্ছে লখনউয়ের কোচিং ইউনিটেও। ভারতের প্রাক্তন বোলিং কোচ ভারত অরুণ যোগ দিয়েছেন প্রধান বোলিং কোচ হিসেবে। কার্ল ক্রো, যিনি কলকাতা নাইট রাইডার্সের স্পিন কোচ ছিলেন এবং নারিন-চক্রবর্তীর ডুয়ো গড়ে তুলেছিলেন। তিনিও এখন লখনউতে স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন।

নিউজিল্যান্ডের হয়ে খেলা চালিয়ে গেলেও উইলিয়ামসন বর্তমানে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোনিবেশ করছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড রানার্স-আপ হয় ভারতের কাছে হেরে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular