কলকাতা, ৪ নভেম্বর: ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় ঘিরে যখন গোটা দেশ উচ্ছ্বাসে ভাসছে, তখন সেই আনন্দের মাঝেই রাজনৈতিক বক্তব্যে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি নেতা ও বিধায়ক শমীক ভট্টাচার্য।
আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ ভারতের দুর্দান্ত জয়ের পর তিনি এক্স (টুইটার)-এ লেখেন,
“আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মেয়েরা রাতে বাড়ির বাইরে বেরোবে না।
মেয়েরা বেরোলো, খেললো, জিতলো।
আজ এই জয় সমগ্র ভারতীয় মহিলাদের জয়।
জয় হিন্দ।”
তাঁর এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পোস্টটিকে মহিলা ক্ষমতায়নের বার্তা হিসেবে দেখছেন, আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন— এটি আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী মন্তব্যের প্রতি একটি কটাক্ষ।
উল্লেখযোগ্যভাবে, ভারতের মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি জিতে দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। এই জয়কে কেন্দ্র করে দেশের সর্বস্তরে শুরু হয়েছে উদযাপন। রাজনীতি থেকে চলচ্চিত্র— সর্বত্রই মহিলা ক্রিকেট দলের প্রশংসার ঢল নেমেছে।
সমিক ভট্টাচার্যের টুইটের পর বিজেপির অন্যান্য নেতারাও সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে মহিলা ক্রিকেটারদের অভিনন্দন জানান। এক বিজেপি নেতা লেখেন, “আজ ভারতীয় মহিলারা প্রমাণ করলেন— সীমা বা সময় দিয়ে তাদের থামানো যায় না।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহিলা ক্রিকেটারদের এই সাফল্য এখন রাজ্য রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিজেপি যেখানে এই জয়কে মহিলার স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরছে, সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসও খেলোয়াড়দের প্রশংসা জানিয়ে বলেছে— “এই জয় মহিলাশক্তির, ভারতের গর্বের।”
ভারতীয় মহিলা দলের এই জয় শুধু খেলাধুলার নয়, দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিসরেও মহিলাশক্তির উত্থানের প্রতীক হয়ে উঠেছে।
আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েরা রাতে বাড়ির বাইরে বেরোবে না। মেয়েরা বেরোলো, খেললো, জিতলো। আজ এই জয় সমগ্র ভারতীয় মহিলাদের জয়।
জয় হিন্দ। #CWC25 #IndianCricket #WomensWorldCup2025 pic.twitter.com/HGPtH5zWGD
— Samik Bhattacharya (@SamikBJP) November 2, 2025


