সঞ্জুর আগমনের দিন অধিনায়কের নাম ঘোষণা করে চমকে দিল CSK

ruturaj-gaikwad-as-captain-lead-csk-ipl-2026-sanju-samson-trade-news

আইপিএল ২০২৬ (IPL 2026) সামনে রেখে জমে উঠেছে দলবদলের উৎসব। রিটেনশন তালিকা ঘোষণার পরপরই চেন্নাই সুপার কিংস (CSK) তাদের আগামী মরসুমের অধিনায়কের নামও নিশ্চিত করে দিল। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হলুদ সেনার নেতৃত্ব আবারও তুলে দেওয়া হলো তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।

Advertisements

১১ বছরের সম্পর্ক শেষ! নাইটদের ছাঁটাইয়ের তালিকায় নাম উঠল একাধিক তারকার

   
সঞ্জু স্যামসনের চমকপ্রদ আগমন

এই মরশুমে বড়সড় ট্রেডের মাধ্যমে চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। রবীন্দ্র জাডেজা ও স্যাম কারানের বদলে সঞ্জুকে পেয়ে চেন্নাই ক্যাম্পে উত্তেজনার পারদ চড়েছিলই। অনেকেই ভেবেছিলেন, রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক সঞ্জুকেই হয়তো দেখা যাবে মহেন্দ্র সিং ধোনির ‘উত্তরসূরি’ হিসাবে।

২০২১ থেকে ২০২৪ টানা চার মরসুম রাজস্থানের নেতৃত্ব দিয়েছেন সঞ্জু। তাঁর অধিনায়কত্বেই দল পৌঁছেছিল আইপিএল ২০২২ ফাইনালে। ফলে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা চেন্নাইয়ের জন্য বড় সম্পদ বলেই মনে করা হচ্ছিল।

জল্পনার অবসান, ক্যাপ্টেন রুতুরাজই

মাঠ থেকে হাসপাতালে তারকা ক্রিকেটার, দুশ্চিন্তায় ডুবে ভারতীয় শিবির

Advertisements

তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি তাদের আস্থার ভোট দিল সেই রুতুরাজ গায়কোয়াড়ের দিকেই। গত সিজনে চোটের কারণে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল রুতুরাজকে, যার সুযোগে নেতৃত্বে ফেরেন কিংবদন্তি ধোনি। কিন্তু ভবিষ্যত ভেবে চেন্নাই আবারও তরুণ কাঁধেই দায়িত্ব তুলে দিল।

রুতুরাজ ইতিমধ্যেই চেন্নাইয়ের হয়ে ১৯ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এর মধ্যে ৮টিতে জয়, ১১ ম্যাচে পরাজয়। এবার পূর্ণ মরশুমে তাঁকে তাঁর ছন্দে দেখতে মুখিয়ে আছে চেন্নাই ভক্তরা।

ধোনির নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই গত মরসুমে নিজেদের সেরা ক্রিকেট প্রদর্শন করতে পারেনি। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়, ১০ হার। মাত্র ৮ পয়েন্টে টেবিলের নিচের দিকে শেষ করতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। নেট রানরেট ছিল ০.৬৪৭, দলের সমস্যার ইঙ্গিতই দিয়েছিল। এবার চেন্নাইয়ের দলে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে। ২০২৬ আইপিএল CSK সাফল্যের রাস্তায় ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।