ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়, রোহিত শর্মা ও বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ। একদিকে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে তাঁদের অবসর, অন্যদিকে শুভমন গিলের নেতৃত্বে তরুণদের উত্থান। সবমিলিয়ে জল্পনার পারদ চড়ছে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?
এই উত্তাল পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। জানিয়ে দিলেন, রোহিত-কোহলিকে অবসর নিতে বলা হয়নি বোর্ডের তরফ থেকে। বরং তাঁদের অভিজ্ঞতা দলের জন্য সম্পদ বলেই মনে করছে বোর্ড।
রাজীব শুক্লা বলেন, “ওরা দলে থাকলে আমাদের দারুণ উপকার হবে। দু’জনেই দুর্দান্ত ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ওদের অভিজ্ঞতা কাজে আসবে।” তিনি আরও বলেন, “কে কবে অবসর নেবে সেটা খেলোয়াড়দের নিজস্ব সিদ্ধান্ত। এটা বলাটা একেবারেই ভুল হবে যে এই সিরিজটাই ওদের শেষ আন্তর্জাতিক ম্যাচ।”
গুজরাট টাইটান্স ছাড়ছেন তারকা ব্যাটার! খেলেবেন এই দলে?
রোহিত ও বিরাট (Virat Kohli) বর্তমানে শুধু ওয়ান ডে ফরম্যাটেই খেলছেন। তাঁদের টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া নিয়ে সম্প্রতি আলোচনা হয় বিসিসিআইয়ের অন্দরেও। তবে এই অভিজ্ঞ দুই মহাতারকার গুরুত্ব যে এখনো ফুরায়নি, সেটাই বোঝাতে চাইলেন রাজীব শুক্লা।
অন্যদিকে কোচ গৌতম গম্ভীরও বিষয়টি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন। তিনি বলেন, “২০২৭ বিশ্বকাপে এখনও আড়াই বছর বাকি। এখন বর্তমানে মন দেওয়া ভালো। ওরা দু’জনেই দুর্দান্ত ক্রিকেটার।”
তবে মাঠের লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ার শিবিরে কিছুটা ধাক্কা। প্রথম ওয়ান ডে-তে নেই অ্যাডাম জাম্পা ও জস ইংলিশ। জাম্পা পারিবারিক কারণে প্রথম ম্যাচ মিস করবেন, তবে দ্বিতীয় ওয়ান ডে থেকে তিনি দলে ফিরবেন বলে আশা। ইংলিশ এখনো চোট সারাতে পারেননি, হয়তো শেষ ওয়ান ডে থেকেই ফিরবেন দলে।
এই সিরিজেই রোহিত ও বিরাটের পারফরম্যান্স নজরে রাখবে ক্রিকেটবিশ্ব। কারণ, তাঁদের বয়স ২০২৭ বিশ্বকাপে যথাক্রমে ৪০ ও ৩৯ হবে। ফলে ফর্ম এবং ফিটনেস ধরে রাখা কঠিন হবে। তবুও ২০২৪-২৫ মরসুমে এই দুই অভিজ্ঞ তারকার ওপরই আস্থা রাখছে বোর্ড।
পরিসংখ্যানে দেখা যায়, রোহিত ইতিমধ্যে ১১,১৬৮ রান করেছেন ২৭৩ ম্যাচে, যেখানে তাঁর গড় ৪৮.৭৬ এবং রয়েছে ৩২টি শতরান। অপরদিকে, কোহলি ১৪,১৮১ রান করেছেন ৩০২ ম্যাচে, গড় ৫৭.৮৮ এবং ৫১টি শতরান, তাঁকে ওয়ান ডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান করে তোলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, পরবর্তী দুটি ম্যাচ ২৩ ও ২৬ অক্টোবর। তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের এই মিশ্রণে ভারতীয় দল কোন উচ্চতায় পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়।
Virat Kohli with Team India at Airport left for Australia. pic.twitter.com/ZJ6Wb80hPC
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) October 15, 2025
Rohit Sharma & Virat Kohli retirremnet rumours BCCI response 2025