দক্ষিণ আফ্রিকা ODI সিরিজের আগে বড় ধাক্কা রোহিতের

rohit-sharma-loses-icc-odi-top-spot-daryl-mitchell-no1

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ়ের(Rohit Sharma ) আগে বড় ধাক্কা খেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ICC–র সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে নিজের বহু দিনের মুকুট হারালেন তিনি। শীর্ষ স্থান থেকে সরে গিয়ে এক ধাপ পিছিয়ে এখন দ্বিতীয় স্থানে নেমে এসেছেন হিটম্যান। তাঁর জায়গায় এক নম্বরের আসনে উঠেছেন নিউজ়িল্যান্ডের ঝড়ো ব্যাটসম্যান ড্যারিল মিচেল।

Advertisements

নতুন র‍্যাঙ্কিংয়ে মিচেলের সংগ্রহ ৭৮২ পয়েন্ট, যেখানে রোহিতের ঝুলিতে রয়েছে ঠিক এক পয়েন্ট কম—৭৮১। এতটাই সামান্য ব্যবধানে নিজের সিংহাসন হারালেন ভারত অধিনায়ক। মূলত ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ওয়ানডে-তে মিচেলের বিস্ফোরক সেঞ্চুরির ফলেই তিনি এই ঐতিহাসিক অর্জন করেন।

   

ফেসবুকে ভুয়ো আইডি ISIS জঙ্গিদের! সতর্কবার্তা উপমুখ্যমন্ত্রীর

ওই ম্যাচে ১১৮ বলে ১১৯ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন মিচেল। তাঁর ব্যাট থেকে বেরিয়েছিল ১২টি চার এবং ২টি ছক্কা। কঠিন পরিস্থিতিতে দলকে সামনে থেকে টেনে নিয়ে যাওয়ার জন্য তাঁর এই ইনিংস নিউজ়িল্যান্ডকে ৭ রানে ম্যাচ জিততে সাহায্য করে। সেই সঙ্গে তিনি নিউজ়িল্যান্ডের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠলেন। এর আগে ১৯৭৯ সালে গ্লেন টার্নার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

যদিও মিচেল দ্বিতীয় ওয়ানডে-তে চোটের কারণে মাঠে নামতে পারেননি, তবে তার আগেই তাঁর দুর্দান্ত ফর্ম তাঁকে এনে দিয়েছে বিশ্বসেরার আসন। এদিকে শ্রীলঙ্কা সিরিজ়ের পর পাকিস্তানের ব্যাটসম্যানরাও র‌্যাঙ্কিংয়ে বড়সড় লাভবান হয়েছেন।

Advertisements

মহম্মদ রিজ়ওয়ান পাঁচ ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে। ফখর জ়ামান পৌঁছে গেছেন ২৬ নম্বরে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজ়মও এক ধাপ এগিয়ে ৬২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। ই উন্নতিগুলো লঙ্কানদের বিরুদ্ধে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

শীর্ষস্থান হারালেও হিটম্যানের সামনে আবার এক নম্বরে ফেরার সুবর্ণ সুযোগ রয়েছে। মাত্র এক পয়েন্টের ব্যবধান, আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে যদি রোহিত অস্ট্রেলিয়া সিরিজ়ে দেখানো দুরন্ত ফর্ম ধরে রাখতে পারেন, তবে তাঁর জন্য সিংহাসনে ফেরা খুব দূরের নয়। আগামী সিরিজ়ে রোহিত যে দাপট দেখাতে তৈরি, সে ইঙ্গিত তিনি আগেই দিয়েছেন। বড় স্কোর, ম্যাচ ফিনিশিং মাইন্ডসেট এবং ধারাবাহিকতা এই তিন অস্ত্র নিয়ে তিনি মাঠে নামবেন।

ভারতীয়দের আধিপত্য কিন্তু এখনও স্পষ্ট। রোহিত দ্বিতীয় স্থানে নেমে গেলেও টপ-১০ ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন আরও তিনজন ভারতীয় শুভমান গিল ৪র্থ, বিরাট কোহলি ৫ম, শ্রেয়স আইয়ার ৮ম। এত সংখ্যক ভারতীয় ব্যাটসম্যানের টপ-১০-এ থাকা প্রমাণ করে ভারতীয় ব্যাটিং অর্ডার কতটা শক্তিশালী এবং ধারাবাহিক।

ক্রিকেট মহলে এখন প্রশ্ন রোহিত কি নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন? নাকি মিচেল আরও এগিয়ে গিয়ে ব্যবধান বাড়াবেন? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতের পারফরম্যান্সই সেই প্রশ্নের উত্তর দেবে।