Saturday, December 6, 2025
HomeSports NewsCricketবিশাখাপত্তনমে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ইতিহাসে লিখলেন ‘হিটম্যান’

বিশাখাপত্তনমে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ইতিহাসে লিখলেন ‘হিটম্যান’

- Advertisement -

জীবনের কঠিনতম সময়গুলোর মাঝেই নিজেকে সত্যিকারের মহাতারকা হিসেবে প্রতিষ্ঠা করা যায়, রোহিত শর্মা (Rohit Sharma) যেন আরেকবার সেই কথাটাই প্রমাণ করলেন। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও তিনি লিখে চলেছেন একের পর এক নতুন অধ্যায়। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের মাইলফলক ছুঁয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে অনন্য এক ক্লাবে প্রবেশ করলেন প্ৰাক্তন ভারত অধিনায়ক।

Advertisements

প্রোটিয়া ভয়ে কাঁপছে! ভারতীয় দলে ফিরছেন এই বিধ্বংসী ব্যাটার

মাত্র ৫৩৮ ইনিংসে, ৪২ বেশি গড় এবং ব্যাটিং স্টাইল অনুযায়ী অসাধারণ স্ট্রাইক রেট নিয়ে রোহিতের ২০ হাজারে পৌঁছনো সত্যিই ব্যতিক্রমী। আন্তর্জাতিক ক্রিকেটে এই সংখ্যা ছুঁতে যাঁরা পেরেছেন, স্ট্রাইক রেটে তাঁদের অনেক পিছনে ফেলে দিয়েছেন ‘হিটম্যান’।

   

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ২০,০০০ আন্তর্জাতিক রান রয়েছে মাত্র চার ব্যাটারের সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং এখন রোহিত শর্মা। ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক সচিন যেখানে ৭৮২ ইনিংসে করেছেন ৩৪,৩৫৭ রান। সেখানে রোহিত অনেক কম ইনিংসেই পৌঁছে গেলেন অভিজাত এই তালিকায়। কোহলি এখনও সক্রিয়; দ্রাবিড় অনেক দিন আগেই ব্যাট নামিয়েছেন। আর রোহিত ৩৫ ঘর পেরিয়ে এসেও এখনো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দাপট দেখাচ্ছেন।

দুই দশকের ক্যারিয়ারে রোহিতের প্রকৃত পরিচয় দিয়েছেন ‘ওয়ার্ল্ড-ক্লাস ওপেনার’ হিসেবে। ওডিআইতে তাঁর রান ১১ হাজারের বেশি। টেস্টে ৪৩০০ রানেরও বেশি। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৪২৩১ রান। তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন একজন ব্যাটার হিসাবে। শুধু তাই নয়, রোহিতের ঝুলিতে রয়েছে ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরি, যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক।

ক্যারিয়ারের শুরু থেকেই অসম্ভব প্রতিভাবান হিসেবে চিহ্নিত হলেও ধারাবাহিকতার অভাবে বহুবার জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি কয়েক বছর আগেও প্রতিটি সিরিজই তাঁর কাছে হয়ে উঠেছিল অগ্নিপরীক্ষা। কিন্তু সময়ের সঙ্গে পরিণত ব্যাটার হয়ে ওঠেন রোহিত—অধিনায়ক হিসেবেও এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবুও একটি আক্ষেপ রয়ে গিয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। ২০২৭ সালে সেই সুযোগ আবার আসবে। কিন্তু তখনো কি তাঁকে দলে রাখা হবে? আপাতত তাঁর বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে, বাদ পড়ার কোনও প্রশ্নই নেই। ২০ হাজার রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে রোহিত শর্মা শুধু একজন সফল ব্যাটারই নন—তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। সাদা বলের ক্রিকেটে তাঁর আধিপত্য, রেকর্ড ভাঙা ইনিংস, ক্লাসিক টাইমিং এবং অনন্য প্রভাবের জন্য তিনি এখন নির্দ্বিধায় ভারতের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে একজন।

ক্যারিয়ারের শেষলগ্নে এসে রোহিতের এই কীর্তি যেন আরও একবার বলে দিল প্রতিভা অনেকের থাকে, কিন্তু প্রতিযোগিতা আর চাপের মধ্যে দাঁড়িয়ে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করা শুধুমাত্র আসল কিংবদন্তিদের পক্ষেই সম্ভব।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular