আইসিসি পডকাস্টে এবার পন্টিং-এর সেরা একাদশ, বাদ পড়লেন গিল অশ্বিন

৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (India-Australia Test)। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক…

Ricky Ponting

৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (India-Australia Test)। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং জানিয়ে দিলেন দুই দল থেকেই তার মিশ্রিত সেরা একাদশ।

ওপেনার হিসাভে বাছলেন ভারতের রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ছন্দে থাকা উসমান খোয়াজা। দলে প্যাট কামিন্সকে রাখলেও অধিনায়কত্ব করবেন রোহিতিই, কারণ তাঁর অভিজ্ঞতা রিকির মতে কামিন্সের থেকে অনেক বেশি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আইসিসি রিভিউ পডকাস্টে রিকি পন্টিং জানান, “আমি উসমান খোয়াজাকে দিয়ে শুরু করব। তার গত কয়েক বছর, অস্ট্রেলিয়াতে খেলুক বা বাইরে, শীর্ষ অর্ডারে অসামান্য খেলেছেন। “যবে থেকে উনি দলে এসেছেন, একদিনও ভুল কিছু করেনি। যত বয়স বাড়ছে, তত আরো উন্নতি করছে। “আমি ডান হাত- বাঁ হাতেই যাচ্ছি। রোহিতের ফর্ম নেই, তবু অধিনায়কত্বের জনূয রেখেছি।” “প্যাট কামিন্সও থাকবে দলে। তবে অভিজ্ঞতার দিক থেকে দেখলে প্যাটের থেকে অনেক বেশি সময় ধরে অধিনায়ক ছিলেন রোহিত।”

পন্টিংএর সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিঁও, মোহাম্মদ শামি।