ইডেন গার্ডেনে শনিবার সন্ধ্যায় রীতিমতো উৎসবের আবহ (Richa Ghosh)। আলো, উচ্ছ্বাস আর গর্বে মেতে উঠল গোটা বাংলা। কারণ, এদিন ক্রিকেটের নন্দনকাননে আয়োজন করা হয়েছিল বিশ্বজয়ী রিচা ঘোষের (Richa Ghosh) সম্মাননা অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিএবির (CAB) উদ্যোগে রিচাকে জানানো হল অভূতপূর্ব সংবর্ধনা।
“সৌরভ ছাড়া অন্য কারও ওই পদে…!” কোন পদ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী?
বিশ্বজয়ীর হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তুলে দেওয়া হল রাজ্যের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বঙ্গভূষণ’। সেই সঙ্গে উত্তরীয়, সোনার চেন, সোনার ব্যাট ও বল এবং ৩৪ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। সিএবির পক্ষ থেকে এই ৩৪ লক্ষ টাকার অর্থের পরিমাণ বেছে নেওয়া হয় রিচার বিশ্বকাপ ফাইনালে করা ৩৪ রানের ইনিংসের স্মরণে। যার মাধ্যমে ইনিংস ভারতের বিশ্বজয়ের ভিত্তি গড়েছিল।
চমকের এখানেই শেষ নয়। রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্য পুলিশের ডিএসপি পদে সম্মানসূচক নিয়োগ দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী নিজে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন।
ইডেনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সিএবি সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীসহ বহু বিশিষ্ট ব্যক্তি। পুরো মাঠ যেন হয়ে উঠেছিল বাংলার গর্বের আসর।
বিশেষ মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ফ্রিডম ট্রফির একটি রেপ্লিকা তুলে দেওয়া হয়। পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ট্রফির রেপ্লিকাটি রিচাকে উপহার দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “রিচার মতো প্রতিভা পেয়ে বাংলা গর্বিত। সে শুধু বাংলার নয়, ভারতের গৌরব।” রিচা (Richa Ghosh) জানান, “এত ভালোবাসা ও সম্মান পেয়ে আমি অভিভূত। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন।” নন্দনকাননে দেবীবরণ হল বাংলার কন্যা, ভারতের গর্ব রিচা ঘোষ। তার হাতে সোনার ব্যাট, বুকে ‘বঙ্গভূষণ’ পদক, আর চোখে পরবর্তী বিশ্বজয়ের স্বপ্ন।


