‘বঙ্গভূষণ’ পেয়ে মাঝরাতে ‘বিস্ফোরক’ পোস্ট বিশ্বজয়ী রিচার

Richa Ghosh Bangabhushan Mamata Banerjee

কলকাতাা: ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) রবিবার মাঝরাতে এক আবেগঘন পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সম্প্রতি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে রিচাকে রাজ্যের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বঙ্গভূষণ’ প্রদান করেন। সেই সঙ্গে ঘোষণা করেন—রিচাকে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (DSP) পদে নিযুক্ত করা হবে।

Advertisements

এই  সম্মান প্রাপ্তির পর নিজের অফিসিয়াল এক্স (Twitter) অ্যাকাউন্টে রিচা লেখেন— “আমি গভীরভাবে কৃতজ্ঞ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি, এমন অসাধারণ সম্মান দেওয়ার জন্য। এই স্বীকৃতি আমার কাছে এক প্রেরণা, যাতে আমি আরও পরিশ্রম করে প্রতিবার মাঠে নেমে বাংলা ও ভারতের গর্ব বাড়াতে পারি।”

   

এই বার্তায় ফুটে উঠেছে এক তরুণ ক্রীড়াবিদের বিনয়, কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ। রিচা ঘোষের ক্রিকেটজীবন একেবারেই সাধারণ পরিবার থেকে শুরু। সিলিগুড়ির মেয়ে রিচা ছোট থেকেই ক্রিকেটের প্রতি নিবেদিত ছিলেন। অল্প বয়সেই ভারতের জুনিয়র দলে জায়গা পান, এবং পরে সিনিয়র দলে সুযোগ পেয়ে নিজের আগ্রাসী ব্যাটিং ও ধারালো উইকেটকিপিং দক্ষতায় দ্রুত নজর কাড়েন।

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের সদস্য হিসেবে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। ভারতের জয়ের পেছনে তাঁর ঠান্ডা মাথায় খেলা ও ‘ফিনিশার’ হিসেবে দায়িত্ব নেওয়ার মানসিকতা বিশেষভাবে প্রশংসিত হয়। ঠিক সেই কারণেই রাজ্য সরকার তাঁকে বাংলার গর্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “বাংলার মেয়েরাই বাংলার সবচেয়ে বড় গর্ব। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি রিচা ঘোষকে ‘বঙ্গভূষণ’ পুরস্কারে ভূষিত করার গর্ব অনুভব করেছি। তাঁর অসামান্য কৃতিত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

Advertisements

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। তাঁরা দুজনেই রিচার সাফল্যের প্রশংসা করে বলেন, এই তরুণীর মধ্যে রয়েছে অনন্য সাহস ও আত্মবিশ্বাস, যা নতুন প্রজন্মের মেয়েদের জন্য এক দৃষ্টান্ত। সৌরভ বলেন, “রিচা আমাদের সবার গর্ব, ওর মধ্যে আমি ভবিষ্যতের ভারতকে দেখি।”

ইডেনের সেই সন্ধ্যায় করতালিতে যখন মুখরিত হয় গোটা মাঠ, তখন রিচা ঘোষের চোখে জল চিকচিক করছিল। কারণ এই সম্মান শুধু তাঁর নয়—এটা সেই প্রতিটি মেয়ের জন্য, যারা ছোট শহর থেকে বড় স্বপ্ন নিয়ে উঠে আসছে।

আজ তাঁর এই পোস্টে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই লিখেছেন—“You deserve every bit of this, Richa! You make India proud!”

এক তরুণী, যিনি নিজের ঘাম ও সাহস দিয়ে বাংলা ও ভারতের নাম বিশ্বমঞ্চে তুলেছেন, তাঁর বিনয়ী বার্তাই যেন আবার মনে করিয়ে দিল—সত্যিকারের নায়কেরা কখনও নিজেদের গর্ব করেন না, তাঁরা শুধু দেশের গর্ব বাড়ান।