রাজস্থানের অধিনায়ক এই তারকা ভারতীয় অলরাউন্ডার! ফাঁস গোপন রিপোর্ট?

ravindra-jadeja-might-be-captain-rajasthan-royals-ipl-2026

আইপিএল ২০২৬ (IPL 2026) জন্য বড় গেম চেঞ্জার ট্রেড সম্পন্ন হয়েছে। চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবার যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালস দলে। ২০০৮ সালে প্রথমবার এই দলের হয়ে খেলেছিলেন জাদেজা, আর সেই সময় থেকে দীর্ঘ ১৮ বছর পর ফের ‘ঘরওয়াপসি’ হল তার।

Advertisements

রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেছে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা, জাদেজা কি হবে দলের নতুন অধিনায়ক?

   

নিলামের আগে নিজস্ব দর হাঁকাচ্ছেন এই নাইট তারকা!

দলের মালিক মনোজ বডালে এক ইন্টারভিউতে স্পষ্ট করে বলেছেন, “আমরা আইপিএল ২০২৬ জন্য ৬–৭ ক্রিকেটারকে অধিনায়ক পদে বিবেচনা করেছি। তবে রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে আমরা আলাদা ভাবে কিছু ভাবিনি। আপাতত আমাদের ফোকাস ছিল ট্রেডিং উপর। এখন ট্রেডিং সম্পন্ন হয়েছে, নিলামের পরই অধিনায়ক নির্বাচনের ব্যাপারে আলোচনা শুরু হবে।”

Advertisements
জাদেজার রাজস্থান ফিরতি: উচ্ছ্বাসে ভরা

মনোজ বডালে আরও জানান, “জাদেজার মতো বড় ক্রিকেটার দলে এলে যে কোনও মালিকই উচ্ছ্বসিত হবে। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অমূল্য। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে জিতেছে একাধিক ট্রফি। আমাদের দলে ওর মতো একজন অলরাউন্ডার এবং ফিল্ডিং এক্সপার্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। ২০০৮ সালে সে আমাদের দলে খেলেছিল, তখন বয়স মাত্র ১৯। এবার ঘরওয়াপসি করে আসা নিশ্চয়ই ওর জন্য উল্লাসের।”

নিলামের আগে অধিনায়কের দায়িত্ব পেলেন নাইটদের এই তারকা

এদিকে রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই মিনি নিলামের প্রস্তুতি শুরু করেছে। অধিনায়ক পদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জাদেজার আসা দলের শক্তি আরও বাড়াবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আইপিএল ২০২৬ শুরুতে এই ‘হোমকাম’ এবং সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ফ্যানদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।