দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে (Ravichandran Ashwin) বিশ্বকাপ জয়ের পর যখন হরমনপ্রীত কৌরদের উল্লাসে মেতে উঠেছে গোটা দেশ। তখন এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশংসা করলেন ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। হরমনপ্রীতদের ঐতিহাসিক পদক্ষেপ, বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া ভারতের তিন কিংবদন্তি প্রাক্তনী ক্রিকেটার ঝুলন গোস্বামী, মিতালি রাজ এবং অঞ্জুম চোপড়ার হাতে। অশ্বিনের চোখে এক অনন্য দৃষ্টান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন (Ravichandran Ashwin) বলেন, “২০১৭ সালে হরমনপ্রীত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ইনিংস খেলেছিল, তা ইতিহাসে লেখা থাকবে। তখনও তারা বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে পারেনি। কিন্তু আজ তারা বিশ্বকাপ জিতে পূর্বসূরিদের হাতে ট্রফি তুলে দিয়েছে। এটাই আসল সম্মান। পুরুষ দলের কেউ কখনও এমন করেনি।”
অশ্বিনের এই মন্তব্য ক্রিকেট মহলে ঝড় তুলেছে। যদিও তিনি কারও নাম নেননি, তাঁর বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি বলেন, “অনেক সময় মিডিয়ার সামনে পূর্বসূরিদের সম্মান করার কথা বলা হয়, কিন্তু বাস্তবে দেখি না কেউ তা পালন করছে। বরং অনেকে বলে, আমাদের এই দলটাই সেরা। যার মানে, আগের দলগুলো ততটা ভাল ছিল না।”
অশ্বিনের সময়কালে ভারতের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা। অশ্বিনের বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষভাবে এই দুই প্রজন্মের অধিনায়কদের উদ্দেশেই খোঁচা ছুড়েছেন। ২০১১ সালের একদিনের বিশ্বকাপ বা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পুরুষ দলের উদ্যাপনে কোনও প্রাক্তন তারকার উপস্থিতি দেখা যায়নি, এই বাস্তবতাই যেন তুলে ধরলেন অশ্বিন।
রবিবার রাতে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের পর হরমনপ্রীতরা শুধু নিজেদের সাফল্যেই থেমে থাকেননি। তাঁরা মাঠে থাকা প্রাক্তন তারকা ঝুলন গোস্বামীকে ডেকে নেন, ট্রফি তুলে দেন তাঁর হাতে। সেই আবেগঘন মুহূর্তে ঝুলনের চোখে জল—দুইবার ফাইনালে হেরে যাওয়া প্রাক্তন অধিনায়কের কাছে এই জয় যেন তাঁরই স্বপ্নপূরণ।
ঝুলন বলেন, “২০২২ সালে অবসর নেওয়ার সময় হরমন ও স্মৃতি বলেছিল ‘দিদি, ২০২৫ সালে আমরা তোমার জন্য বিশ্বকাপ জিতব।’ ওরা কথা রেখেছে। তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি।”
শুধু ঝুলন নন, ভারতের প্রাক্তন দুই অধিনায়ক মিতালি রাজ ও অঞ্জুম চোপড়াও ট্রফি তোলার সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন। তাঁদের মুখেও উচ্ছ্বাস ও গর্বের ছাপ। ভারতের মহিলা ক্রিকেটের দীর্ঘ যাত্রাপথে এই তিন তারকার অবদান অপরিসীম। তাঁদের হাতেই ট্রফি তুলে দিয়ে হরমনপ্রীতরা যেন বললেন, “তোমরাই আমাদের প্রেরণা।”
𝙐𝙣𝙛𝙤𝙧𝙜𝙚𝙩𝙩𝙖𝙗𝙡𝙚 𝙎𝙘𝙚𝙣𝙚𝙨 😍
A victory lap full of joy and emotions by #TeamIndia at the DY Patil Stadium 🥳💙#WomenInBlue | #CWC25 | #INDvSA | #Champions pic.twitter.com/vO6nWIUGZh
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025


