টি-২০ বিশ্বকাপ নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের প্রাক্তন তারকা স্পিনারের

হাতে গুনে মাত্র এক মাস বাকি আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) শুরু হতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ…

ravichandran-ashwin-opens-up-icc-t20-world-cup-2026

হাতে গুনে মাত্র এক মাস বাকি আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) শুরু হতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেবে মোট ২০ দল, যাদের পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ’তে আছে ভারত, পাকিস্তান, আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডস।

Advertisements

আইপিএলে খেলতে পারবেন না মুস্তাফিজুর! নীরবতা ভাঙল BCCI

   

এই বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, আইসিসির নতুন ফরম্যাটে ভক্তরা যেন আগের মতো উত্তেজনা অনুভব করতে পারবে না।

অশ্বিন তার ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কী বাত’ বলেন, “এবার টি-২০ বিশ্বকাপ দেখতে কেউ যাবে না। ভারত-আমেরিকা এবং ভারত-নামিবিয়ার মতো ম্যাচগুলো টুর্নামেন্টের উত্তেজনা কমিয়ে দেবে। আমরা ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ সালের বিশ্বকাপের সময়সূচি কার্ড সংগ্রহ করতাম। সেই সময় বিশ্বকাপ সত্যিই বিশেষ ছিল। কিন্তু এখন সব বদলে গিয়েছে।”

অশ্বিনের মতে, ভারতীয় দল যদি প্রথম রাউন্ডে কম শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ হয়। যেমন আমেরিকা বা নামিবিয়া, তাহলে দর্শকরা ততটা উত্তেজিত হবেন না। তিনি বলেন, “যদি প্রথম রাউন্ডে ভারত ইংল্যান্ড বা শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের সঙ্গে লড়ত। তবে টুর্নামেন্টের উত্তেজনা শুরু থেকেই তৈরি হতো। এখন দেখবেন, সুপার-৮ বা কোয়ার্টার ফাইনালে এসে অনেক আগ্রহ হারিয়ে যাবে।”

অনবদ্য লড়াই, নীতার বিপক্ষে ৫-০ গোলে জয়ী ইস্টবেঙ্গল

টি-২০ বিশ্বকাপ নিয়ে চিন্তিত অশ্বিন একদিনের ক্রিকেটকেও ভবিষ্যৎহীন মনে করছেন। তার মতে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসি এই ফরম্যাটের অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য হতে পারে। তিনি বলেন, “ক্রীড়াপ্রেমীরা এখন প্রধানত টি-২০ দিকে ঝুঁকেছেন। টেস্ট ক্রিকেট কিছুটা হলেও আগের মত জনপ্রিয়, তবে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন আছে। আশা করছি, এটি হারিয়ে যাবে না।”

টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ বাকি এবং অশ্বিনের সতর্কবার্তা এই নিশ্চিত করে যে ফ্যানদের আগের মতো উত্তেজনা ফিরিয়ে আনা আইসিসির বড় চ্যালেঞ্জ হবে।

Advertisements