চতুর্থ দিনের (Ranji Trophy 2025) শুরুতেই ৫৫ রানে এগিয়ে শুরু করে উত্তরাখণ্ড। হাতে ছিল ৮ উইকেট। কিন্তু দিনের শুরুতেই প্রায় ২০ ওভার পরে, পুরনো বলে উইকেট নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এরপর নতুন বল হাতে উইকেট নেন আকাশ দীপ, ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়াল। ততক্ষণে ব্যবধান বাড়িয়ে উত্তরাখণ্ড করে ফেলেছে ১৫৫। এরপর লাঞ্চ বিরতি থেকে ফিরেই অঘটন ঘটিয়ে দেয় বাংলা। লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই জন্মেজয়কে আউট করে নিজস্ব তৃতীয় এবং দলের নবম উইকেট নেন শামি। তার পরের বলেই ফের রজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে ইনিংস ভাঙলেন শামি। বাংলার সামনে লক্ষ্য ১৫৬ রান।
যুদ্ধবিরতি চলাকালীন পাক বিমানহানায় নিহত ৩ ক্রিকেটার, বিরাট সিদ্ধান্ত নিল আফগানিস্তান
গতকাল এক অনুষ্ঠানে অজিত আগরকর বলেন, “শামি ফিট থাকলে ভারতীয় দলে থাকত।” এর মাধ্যমে কার্যত শামির বর্তমান ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আগরকরের এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্কের আগুন জ্বলে ওঠে।
শুক্রবার, ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির তৃতীয় দিনের শেষে সাংবাদিকরা এই বিষয়ে শামির (Mohammed Shami) প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেন। কাঁধ ঝাঁকিয়ে জবাব দেন, “যা খুশি বলতে দিন। উনি যা ইচ্ছে বলুন। আপনারাও দেখেছেন আমি কীরকম বল করছি। সবই চোখের সামনে।” সেই মতো এদিন চার উইকেট নিলেন তিনি। একই সঙ্গে মরশুমের প্রথম ম্যাচ রঞ্জিতে ৭ উইকেট পেলেন শামি।
এখানেই শেষ নয়। আগেও ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা প্রসঙ্গে আগরকর বলেছিলেন, তাঁদের কাছে শামির ফিটনেস সংক্রান্ত কোনও আপডেট নেই। এই বক্তব্যে চটেই ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের সামনে পাল্টা জবাব দেন শামি। তিনি বলেন, “আপডেট পেতে হলে তো খবর রাখতে হয়। আমি এনসিএতে যাই, প্র্যাকটিস করি, ম্যাচ খেলি। সব আমার দায়িত্ব। ওদের কে আপডেট দেয় আর কে দেয় না, সেটা আমার দেখার বিষয় নয়।”
ভারতীয় দলে শেষবার শামিকে দেখা গিয়েছিল চলতি বছরের মার্চ মাসে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ওই ম্যাচে দারুণ পারফর্ম করেই ভারতকে ট্রফি জিতিয়েছিলেন তিনি। তারপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন। মাঝখানে দলীপ ট্রফি খেলেছেন, এবার রঞ্জিতে বাংলার হয়ে ফের মাঠে নেমেছেন।