শামি-শহবাজ জুটির দাপটে ৭ পয়েন্টের হাতছানি বাংলার

ranji-trophy-2025-bengal-vs-assam-match-report

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) টানা দ্বিতীয় জয় যেন হাতছানির দূরত্বে। তৃতীয় দিনের শেষে এখনও এক দিন বাকি, আর বাংলা দাঁড়িয়ে আছে ৭ পয়েন্টের দোড়গোড়ায়। শর্ত শুধু একটাই, অসমের আরও ৭টি উইকেট।

Advertisements

প্রথম দিন ৮ উইকেটে ১৯৪ রানে দিন শেষ করে অসম। প্রদ্যুৎ সাইকিয়া (৩৮) ও স্বরূপম পুরকায়স্থ (৬৮) কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় দিনের সকালেই সব ওলটপালট। মহম্মদ শামি ও সুরজ সিন্ধুর আগুনে পেসে মাত্র ২০০ রানে শেষ হয়ে যায় অসমের প্রথম ইনিংস। দুই বোলারই তুলে নেন ৩টি করে উইকেট।

   

অভিমন্যু–শাকিরের ভিত্তি, শাহবাজ–সুমন্তর ঝড়ো দাপট

বাংলার ইনিংসের শুরুটা ভাল না হলেও (২ রানে ঘরামি আউট), অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৬৬) ও শাকির গান্ধী (৫৮) দলকে টেনে তোলেন। শাহবাজ আহমেদ ১২২ বলে ১০১ রান করে এবং সুমন্ত গুপ্ত ৯৭ রান।

ওয়ানডে-স্টাইলে ব্যাটিং করে দু’জন মিলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আগের ম্যাচেও শতরান করা সুমন্ত এ দিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। শেষ পর্যন্ত বাংলার ইনিংস থামে ৪৪২ রানে, লিড ২৪২।

Advertisements

দ্বিতীয় ইনিংসে আবার শামি–সুরজের তাণ্ডব

অতিরিক্ত চাপে ম্যাচে ফিরতে ব্যর্থ অসম। দ্বিতীয় ইনিংসের শুরুতেই শূন্য রানে ফিরতে হয় ওপেনার ঋষভ দাস ও প্রদ্যুৎ সাইকিয়াকে। শামি তুলে নেন আরও একটি উইকেট। তৃতীয় দিনের শেষে স্কোর ৯৮/৩, এখনও পিছিয়ে ১৪৪ রান। দেনিশ দাস (৬৩*) ও সুমিত ঘাদিগাঁওকর (৩০*) কিছুটা লড়াই চালালেও, পরিস্থিতি বাংলা শিবিরের পক্ষে স্পষ্টভাবে।

৭ পয়েন্ট কি আজ হাতের মুঠোয়?

ইনিংস ব্যবধানেই জিততে পারলে বা ১০ উইকেটে জয় এলেই বাংলা পাবে অতিরিক্ত বোনাস পয়েন্ট। আগের ম্যাচেও রেলওয়েজকে ইনিংসে হারিয়ে ৭ পয়েন্ট পেয়েছিল তারা। আর মাত্র এক দিন। শামি–সুরজ যেভাবে বল করছেন, তাতে অসমের শেষ রক্ষা করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন অনেকেই। বাংলার সামনে ইতিহাস রচনার সুযোগ, টানা দুই ম্যাচে বোনাসসহ পূর্ণ ৭ পয়েন্ট।