রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025) ‘সি’ গ্রুপে আবারও বাংলার দাপট। রেলওয়েজের বিরুদ্ধে এক ইনিংস ও ১২০ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সাত পয়েন্ট পকেটে পুরল সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা। ব্যাটে অনুষ্টুপ মজুমদারদের দৃঢ়তা, আর বলে শাহবাজ আহমেদের বিধ্বংসী স্পেল। সব মিলিয়ে একেবারে একতরফা ম্যাচ দেখল রঞ্জি ট্রফির এই লড়াই।
প্রথমে ব্যাট করে ৪৭৪ রানের পাহাড় গড়ে বাংলা। অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বে ব্যাটাররা একের পর এক দায়িত্বশীল ইনিংস খেলেন। এরপর রেলওয়েজের ব্যাটাররা বাংলার বোলারদের সামনে কার্যত অসহায়। প্রথম ইনিংসে মাত্র ২২২ রানে গুটিয়ে যায় তারা। ফলো অনে নামলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে শেষ হয়ে যায় রেলওয়েজের ইনিংস।
বাংলার স্পিনার শাহবাজ আহমেদ ছিলেন ম্যাচের নিরঙ্কুশ নায়ক। দ্বিতীয় ইনিংসে ২২.৫ ওভার বল করে মাত্র ৫৬ রান খরচায় তুলে নেন সাতটি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর ঘূর্ণিতে দিশেহারা হন রেলওয়েজের ব্যাটাররা। কেউই স্থায়ী হতে পারেননি। রাহুল হরি প্রসাদ পান দুই উইকেট, আর একটি উইকেট ঝুলিতে ভরেন মহম্মদ কাইফ।
তৃতীয় দিনের শেষে রেলওয়েজের স্কোর ছিল ৫ উইকেটে ৯০। ইনিংসে জয় পেতে বাংলার প্রয়োজন ছিল আরও পাঁচ উইকেট, আর রেলওয়েজের দরকার ছিল ১৬২ রান। শেষ দিনে মাঠে নেমে মাত্র ৪২ রান যোগ করতেই শেষ হয়ে যায় রেলওয়েজের ইনিংস। ফলে বাংলার ইনিংস জয়ের পাশাপাশি সাত পয়েন্টের পূর্ণ প্রাপ্তি নিশ্চিত হয়।
এই জয়ের ফলে রঞ্জি ট্রফির সি গ্রুপে শীর্ষে উঠে এসেছে বাংলা। ঘরের মাঠে প্রথম দুটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট ছিল সুমন্ত গুপ্তদের ঝুলিতে। ত্রিপুরার বিরুদ্ধে মাত্র এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলেও, রেলওয়েজকে হারিয়ে চার ম্যাচ শেষে বাংলার পয়েন্ট দাঁড়াল ২০। ফলত নকআউটে ওঠার লড়াইয়ে এখন অনেকখানি এগিয়ে বাংলা। সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদদের এই ছন্দ বজায় থাকলে, আবারও ট্রফির লড়াইয়ে দেখা মিলতে পারে বাংলার নামের।


