নিলামের আগে এই তারকাকে কোচের দায়িত্ব দিয়ে চমক রাজস্থানের

rajasthan-royals-kumar-sangakkara-appointed-head-coach-ipl-2026

আইপিএলের নতুন মরশুম (IPL 2026) শুরুর আগে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত রাজস্থান রয়্যালস। একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যেন বদলের হাওয়া বইয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। রাহুল দ্রাবিড়ের বিদায়ে শেষ হল ‘দ্রাবিড় যুগ’। তার পরপরই মিনি নিলামের আগে সঞ্জু স্যামসন, মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসরাঙ্গার মতো তারকাদের ছেড়ে দিয়েছে দল। এমন পরিস্থিতিতেই রাজস্থানের প্রধান কোচ হিসেবে কুমার সঙ্গকারার নাম ঘোষণা করল ম্যানেজমেন্ট।

Advertisements

নিলামে কাদের চাইছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি? সামনে এল রিপোর্ট কার্ড!

   

দ্রাবিড়ের বিদায়, দায়িত্বে সঙ্গকারা

গত মরশুমেই রাজস্থানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু তাঁর নেতৃত্বে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ সঞ্জু স্যামসনরা। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়, নবম স্থানে শেষ করতে হয়েছিল রাজস্থানকে। ফলে নতুন মরশুমের আগে শক্ত হাতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দলের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ থাকা সঙ্গকারাকেই এবার প্রধান কোচের দায়িত্ব অর্পণ করে ‘পদোন্নতি’ দিল ফ্র্যাঞ্চাইজি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত কোচ হিসেবে কাজ করেছেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা। এর মধ্যে ২০২২ এবং ২০২৪ দুটি মরশুমেই প্লে-অফে পৌঁছে যায় রাজস্থান। বিশেষ করে ২০২২ সালে তাঁকে নেতৃত্বেই ফাইনালে উঠেছিল দল। যদিও শিরোপা জিততে পারেনি, তবুও কোচ হিসেবে তাঁর সাফল্য নজর কাড়ে।

Advertisements

রাসেলকে নিতে মরিয়া বড় দল, পাল্টা এই পেসারকে চাইছে KKR!

দ্বৈত দায়িত্বে সঙ্গকারা

এই নিয়োগের ফলে ডিরেক্টর অফ ক্রিকেট ও প্রধান কোচ দুটো দায়িত্বই একসঙ্গে সামলাবেন সঙ্গকারা। দলের শক্তি এবং সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী তিনি। দায়িত্ব গ্রহণ করে সঙ্গকারা বলেন, “রাজস্থানের হেড কোচ হতে পারা গর্বের। আমাদের হাতে শক্তিশালী দল এবং মানসম্পন্ন কোচিং স্টাফ রয়েছে। আমরা দল হিসাবে খেলব, এবং আগামী মরশুমে সেরা ফল পাওয়ার চেষ্টা করব।”