অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের পরের দিনই আচমকা অবসর তারকা ক্রিকেটারের

parvez-rasool-retires-from-cricket

ভারতের জাতীয় দলে খেলা প্রথম জম্মু–কাশ্মীরের ক্রিকেটার (Cricket) পারভেজ রসুল। এবার অবসর নিলেন সব ধরনের ক্রিকেট থেকে। সোমবার এক ক্রীড়া দৈনিকে তিনি নিজের অবসরের ঘোষণা করেন তিনি। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ১৭ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনের ইতি টানলেন আনুষ্ঠানিকভাবে।

Advertisements

জম্মু–কাশ্মীরের বিজবেহেরায় জন্ম নেওয়া রসুল ঘরোয়া ক্রিকেটে ছিলেন এক পরিচিত মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৫ ম্যাচে ৫৬৪৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৩৫২ উইকেট। ভারতের হয়ে যদিও মাত্র দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান, তবুও নিজের প্রদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছিলেন তিনি।

রসুলের আন্তর্জাতিক অভিষেক ঘটে ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে। সেই ম্যাচে ১০ ওভার বল করে ৬০ রানে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের অধিনায়ক ছিলেন সুরেশ রায়না। এরপর ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কানপুরে নিজের একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে অংশ নেন। সেখানে বিরাট কোহলি ছিলেন দলের অধিনায়ক। ব্যাট হাতে করেন ৫ রান, বল হাতে নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের গুরুত্বপূর্ণ উইকেট।

সুপার কাপের আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের! পদত্যাগ গোলকিপার কোচের

আইপিএলে পারভেজ রসুল খেলেছেন মোট ১১ ম্যাচ। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেললেও আইপিএলে তাঁর পারফরম্যান্স ততটা উল্লেখযোগ্য ছিল না, মোটে ৪ উইকেট ও ১৭ রান। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যান অত্যন্ত সমৃদ্ধ।

Advertisements

পারভেজ রসুলের অলরাউন্ড দক্ষতা এবং ধারাবাহিকতা তাঁকে দীর্ঘদিন জম্মু–কাশ্মীর দলের অভিভাবক করে রেখেছিল। তাঁর নেতৃত্বেই জম্মু–কাশ্মীর একাধিক ঘরোয়া ম্যাচে চমক দেখিয়েছিল। অবসর নিয়ে পারভেজ বলেন, “দীর্ঘ ১৭ বছর ক্রিকেটকে প্রাণ দিয়ে খেলেছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা গর্বের। এখন সময় নতুন প্রজন্মকে তৈরি করার। ইতিমধ্যেই আমি বোর্ডের লেভেল ২ কোচিং সার্টিফিকেট অর্জন করেছি। ভবিষ্যতে কোচিংকেই আমার পেশা হিসেবে বেছে নিতে চাই।”