৮০৭ দিন পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান হাঁকালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম (Babar Azam)। ২০২৩ সালের ৩০ আগস্টের পর প্রথমবার ওয়ান ডে ফরম্যাটে শতরান করেছেন বাবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি দুরন্ত ব্যাটিং করে ১১৯ বলের ইনিংসে অপরাজিত ১০২ রান করেন। তার ইনিংসে ছিল আটটি বাউন্ডারি।
সঞ্জুর আগমনের দিন অধিনায়কের নাম ঘোষণা করে চমকে দিল CSK
এই সেঞ্চুরির সঙ্গে বাবর আজমের ওয়ান ডে সেঞ্চুরি সংখ্যা এখন দাঁড়াল ২০। সেলিব্রেশনের ধরণও ছিল ভিরাট কোহলির মতো—যিনি ২০২২ সালের ৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ৮৩ ইনিংসের ব্যবধান পর শতরান করার পর এমন উদযাপন করেছিলেন।
ফর্ম ফিরে পাওয়ার এই ইনিংসের সঙ্গে বাবর ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ওপেনার সৈয়দ আনেয়ার রেকর্ডও। আনেয়ার ওয়ান ডে ফরম্যাটে ২০ সেঞ্চুরি করেছিলেন। বাবর মাত্র ১৩৯ ওয়ান ডে খেলে পূর্ণ করেছেন। গত দেড় বছরে ফর্মে ছিলেন না বাবর। এমনকি এশিয়া কাপের স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন তিনি।
বৈভব সূর্যবংশীর নতুন রেকর্ড:
এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের রাইজিং স্টার বৈভব সূর্যবংশী। এই ইনিংসে ১৫ ছক্কা হাঁকিয়ে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মেরে অভিষেক শর্মার রেকর্ড ভেঙেছেন। শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড স্থাপন করেছিলেন, যেখানে তিনি ১৩ ছক্কা করেছিলেন।
বাঁহাতি কিশোর ব্যাটার বৈভবের এই রেকর্ড বিশ্ব ক্রিকেটের তরুণদের মধ্যে নতুন উদাহরণ হয়ে থাকবে। তাঁর এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের জন্য নতুন আশার সঞ্চার করেছে।
ফর্মের তীব্রতার ফেরার সঙ্গে বাবর আজমের সেঞ্চুরি ও বৈভব সূর্যবংশীর রেকর্ড-ভাঙা ইনিংস দুইটি আলাদা প্রেক্ষাপটে হলেও পাকিস্তান ও ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য এক ধরনের উদ্দীপনা তৈরি করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফের সেঞ্চুরি ও নতুন রেকর্ড যথার্থ অর্থে ক্রিকেটের রোমাঞ্চ নতুন মাত্রা পেয়েছে।


