ক্রিকেট দুনিয়ায় অঘটন! চ্যাম্পিয়নদের হারিয়ে অভিযান শুরু পাকিস্তানের

nauman-ali-10-wickets-pakistan-beats-south-africa-ICC-test-championship

পাকিস্তানের (Pakistan) মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল চমকপ্রদ এক পারফরম্যান্স দিয়ে। গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৩ রানের জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল। ম্যাচের নায়ক স্পষ্টভাবে নোমান আলি, যিনি পুরো ম্যাচে ১০ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান।

Advertisements

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৩৭৮ রান। টপ অর্ডারে ইমাম উল হক ও সলমন আলি আঘা দুর্দান্ত ব্যাটিং করেন, দুজনেই করেন সমান ৯৩ রান করে। দুই ব্যাটারের দায়িত্বশীল ইনিংসেই ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়ে পড়ে। যদিও প্রোটিয়াদের প্রথম ইনিংসের হাইলাইট ছিল টনি ডি জর্জির সেঞ্চুরি, তবে সেটা দলকে পিছনে থেকে টেনে তুলতে পারেনি। পাকিস্তানের লিড দাঁড়ায় ১০৯ রান।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিংয়ে কিছুটা ধাক্কা খায়। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার সেনুরান মুতুসামি একাই পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন মাত্র ১৬৭ রানে। তার পুরো ম্যাচে সংগ্রহও ১০ উইকেট। তবে তার পারফরম্যান্স দলকে জয় এনে দিতে পারেনি। দক্ষিণ আফ্রিকার সামনে তখন ২৭৭ রানের লক্ষ্য।

দিনের শেষে নিন্দুকদের ‘Shut UP’ বলে ইনিংস ভাঙলেন শামি

তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ছিল ২ উইকেটে ৫১। তখনও জয়ের স্বপ্ন দেখছিল সফরকারীরা। কিন্তু চতুর্থ দিনে পাকিস্তানি বোলারদের রীতিমতো ধ্বংসাত্মক আক্রমণে গুটিয়ে যায় পুরো ইনিংস।

খেলার শুরুতেই শাহিন আফ্রিদির বল থে‌কে আউট হয়ে যান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডি জর্জি। এরপর নোমান আলির ঘূর্ণি বল সামলাতে না পেরে একে একে সাজঘরে ফিরে যান বাকি ব্যাটাররা। বিশেষ করে ট্রিস্টান স্টাবসের রিভার্স সুইপ ছিল একেবারেই দায়িত্বজ্ঞানহীন, যার খেসারত দেন উইকেট হারিয়ে।

Advertisements

কিছুটা লড়াই করেন তরুণ ডেওয়াল্ড ব্রেভিস। চাপের মধ্যে ৫৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। রায়ান রিকেলটনের সঙ্গে তাঁর ৭৩ রানের জুটিতে সাময়িক আশা জাগে প্রোটিয়া শিবিরে। তবে সেই আশাতেও জল ঢেলে দেন নোমান আলি। তাঁর নিখুঁত বল ব্রেভিসের স্টাম্প উপড়ে দেয়।

দ্বিতীয় ইনিংসে নোমান নেন ৫ উইকেট, প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। ফলে পুরো ম্যাচে ১০ উইকেটের দুর্দান্ত কীর্তি গড়লেন এই বাঁ-হাতি স্পিনার। অন্যদিকে শাহিন আফ্রিদিও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নেন।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৮৩ রানে। ফলে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে ৯৩ রানের জয় তুলে নেয় পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ অক্টোবর থেকে।