নয়াদিল্লি, ৩ নভেম্বর: ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের দুর্দান্ত জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। বিশ্বকাপ জয়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স (টুইটার)-এ টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে লেখেন— “আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর ফাইনালে ভারতের দল যে অসাধারণ জয় অর্জন করেছে, তা একেবারেই চোখ ধাঁধানো। ফাইনালে তাঁদের পারফরম্যান্স ছিল অনবদ্য দক্ষতা ও আত্মবিশ্বাসে ভরপুর।”
প্রধানমন্ত্রী আরও লেখেন, “পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় মহিলা দলের অসাধারণ দলগত পারফরম্যান্স এবং অদম্য মানসিকতাই এই ঐতিহাসিক জয়ের পথ দেখিয়েছে। পুরো দলের প্রতিটি খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন। এই সাফল্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।”
ভারতের জয় মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে বিশ্বজুড়ে। দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই— সর্বত্র ক্রিকেটপ্রেমীরা রাতভর উদযাপনে মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় “#WomensWorldCup2025” হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই।
A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
বিশেষজ্ঞদের মতে, এই জয় শুধু ভারতীয় ক্রিকেটের নয়, বরং মহিলাশক্তির এক নতুন অধ্যায়। একদিকে যেমন ক্রিকেট মাঠে মহিলাদের সাফল্য ভারতের ক্রীড়া ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তেমনি এই জয় অসংখ্য তরুণীকে খেলাধুলায় অংশগ্রহণের প্রেরণা জোগাবে।
ফাইনালে ভারতীয় দল অসাধারণ ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারায়। অধিনায়ক এবং দলের কোচ দুজনেই বলেছেন— “এই জয় ১৪০ কোটির ভারতের।”


