HomeSports NewsCricketনিলামের আগেই অবসর নিচ্ছেন 'থালা'? জানালেন চেন্নাই সুপার কিংসের CEO

নিলামের আগেই অবসর নিচ্ছেন ‘থালা’? জানালেন চেন্নাই সুপার কিংসের CEO

- Advertisement -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা যেন শেষই হচ্ছে না। প্রতিবারের মতো এবারও তাঁর অবসরকে ঘিরে উঠছে নানা গুঞ্জন। তবে এবার এই জল্পনার মাঝেই মুখ খুললেন চেন্নাই সুপার কিংস (CSK) CEO কাশী বিশ্বনাথন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধোনি এখনও অবসর নিচ্ছেন না এবং আগামী মরসুম অর্থাৎ ২০২৬ সালের আইপিএলেও তাঁকে দেখা যাবে হলুদ জার্সিতে।

Provoke Lifestyle ম্যাগাজিনে নিজের নাতি নোয়ার সঙ্গে এক আলাপচারিতায় কাশী বিশ্বনাথন বলেন, “না, এই আইপিএলের জন্য ও অবসর নিচ্ছে না।” ধোনির অবসর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে যোগ করেন, “ওর সঙ্গে কথা বলে জানাব।” তাঁর এই মন্তব্যে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, মাহির ক্রিকেট জীবন এখনও থেমে যাচ্ছে না।

   
ইডির নজরে থাকা এই দুই ভারতীয় ক্রিকেটারের বাজেয়াপ্ত হল কোটি টাকার সম্পত্তি

যদিও ২০২৫ সালের IPL চেন্নাই সুপার কিংসের জন্য ছিল একেবারে হতাশাজনক। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিততে পেরেছিল এবং ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে প্রথমবার পয়েন্ট তালিকার একেবারে নিচে শেষ করেছিল। সেই ব্যর্থতার পরেই শুরু হয়েছিল জল্পনা— এবার বুঝি শেষবারের মতো মাঠে দেখা গেল ধোনিকে! কিন্তু CSK শিবিরের সর্বোচ্চ কর্তার মন্তব্যে সেই জল্পনায় আপাতত ব্রেক লেগেছে।

২০০৮ সাল থেকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। তাঁর নেতৃত্বেই দলটি জিতেছে পাঁচটি IPL শিরোপা ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে। শুধু তাই নয়, প্রায় প্রতি মরসুমেই CSK পৌঁছেছে প্লে-অফে, দলের ধারাবাহিকতার প্রমাণ দেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি নিজেও নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। হর্ষ ভোগলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আসলে, এটা নির্ভর করছে। আমার হাতে চার-পাঁচ মাস সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য।” তিনি আরও যোগ করেন, “আমি বলছি না যে আমি শেষ, আবার এটাও বলছি না যে আমি ফিরব। শরীরকে ফিট রাখতে হবে, কারণ এটা পেশাদার ক্রিকেট। এখানে সেরা অবস্থায় থাকতেই হবে।”

এই বক্তব্য থেকেই পরিষ্কার, ধোনি নিজের শরীর ও মানসিক প্রস্তুতির ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। বয়স ৪৪ পেরোলেও তাঁর ফিটনেস ও মাঠের উপস্থিতি এখনও ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চের বিষয়।

ধোনির নেতৃত্বে CSK কেবল দল নয়, একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর তাই, তাঁর অবসরের প্রশ্নে প্রতিবারই ওঠে আবেগের ঢেউ। তবে CSK CEO সাম্প্রতিক মন্তব্যে নতুন করে আশার আলো দেখছেন ভক্তরা। ‘থালা’ ধোনিকে অন্তত আর এক মরসুম দেখা যাবে মাঠে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আবার শোনা যাবে সেই পরিচিত স্লোগান, “থালা ফর এ রিজন!”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular