HomeSports NewsCricketনিলামের আগে ক্রিকেট থেকে অবসর নিলেন এই তারকা ভারতীয় পেসার

নিলামের আগে ক্রিকেট থেকে অবসর নিলেন এই তারকা ভারতীয় পেসার

- Advertisement -

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামের আগে ভারতের প্রাক্তন তারকা পেসার মোহিত শর্মা (Mohit Sharma) অবশেষে বিদায় জানালেন ক্রিকেটকে। দিল্লি ক্যাপিটালসের দল থেকে বাদ পড়ার পর আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে জল্পনা ছিলই। অনেকেই ধরে নিয়েছিলেন, আর হয়ত মাঠে দেখা যাবে না মোহিতকে। সেই জল্পনাকেই সত্যি করে মিনি নিলামের আগে নিজেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে বিদায় ঘোষণা

বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগে ভরা এক পোস্টে অবসরের কথা জানান ভারতের এই ডানহাতি পেসার। মোহিত লেখেন, “আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। হরিয়ানার হয়ে খেলা থেকে শুরু করে ভারতের জার্সি গায়ে চাপানো, পুরো পথটাই ছিল আশীর্বাদ। আমার ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ। এছাড়াও অনিরুদ্ধ স্যারের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা, যিনি সবসময় আমাকে পথ দেখিয়েছেন, বিশ্বাস রেখেছেন।”

   

এখানেই থেমে না থেকে তিনি আরও লেখেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড, আমার কোচ, সতীর্থ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, সাপোর্ট স্টাফ, বন্ধু—সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ আমার স্ত্রীকে, যিনি আমার প্রতিটি উত্থান-পতন সামলে আমাকে অবিরাম সমর্থন করেছেন। নতুনভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Mohitmahipal Sharma (@mohitsharma18)

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ২০১৫ সালের বিশ্বকাপ দলেও ছিলেন। তারপর ধীরে ধীরে হারিয়ে যান আলোচনার কেন্দ্রবিন্দু থেকে।

ওয়ানডে ম্যাচ: ২৬

টি-২০ ম্যাচ: ৮

মোট আন্তর্জাতিক উইকেট: ৩৭

শেষ আন্তর্জাতিক ম্যাচ: ২০১৫

আইপিএলে তিনি কখনও ছিলেন ম্যাচ জেতানো পেসার, কখনও আবার ফর্মহীনতায় ভুগেছেন। ২০২৩ সালে আবারো নজর কাড়েন, কিন্তু ২০২৬ আগে দিল্লি ক্যাপিটালস থেকে বাদ পড়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন শুরু হয়। অনেকেই ধরে নিয়েছিলেন, আর কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো তাঁকে দলে নেবে না।

আইপিএল নিলাম, টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সিদ্ধান্ত এসবের অপেক্ষায় না থেকে নিজেই টেনে দিলেন ইতি। দীর্ঘ, বিচিত্র, কখনো উজ্জ্বল তো কখনো সংগ্রামময় ক্যারিয়ারের শেষে মোহিত শর্মা জানিয়ে দিলেন নতুন অধ্যায় শুরু করার ইচ্ছের কথা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular