HomeSports NewsCricketভারতের অভিজ্ঞ পেসারকে নিয়ে 'বোমা ফাটালেন' BCCI প্রধান নির্বাচক!

ভারতের অভিজ্ঞ পেসারকে নিয়ে ‘বোমা ফাটালেন’ BCCI প্রধান নির্বাচক!

- Advertisement -

ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে শুরু ফের বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি এই অভিজ্ঞ পেসার। ফিটনেস ইস্যু, বোর্ডের কাছে তথ্যের ঘাটতি এবং নির্বাচকদের সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়েছে। এবার নির্বাচকপ্রধান অজিত আগরকর মুখ খুললেন, তবে সেই মন্তব্য যেন শামিকে কটাক্ষ করেই দেওয়া হয়েছে।

অজিত আগরকর বলেন, “ইংল্যান্ড সিরিজের আগেই আমরা জানিয়েছিলাম, যদি শামি ফিট থাকে তাহলে দলে নেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে ও সেই সময়ে ফিট ছিল না। ঘরোয়া মরশুম তো এখন শুরু হয়েছে। আমরা আরও কিছু ম্যাচ দেখব, বুঝব ও কতটা ফিট। তবে গত ৬-৮ মাসে ওর ফিটনেস আমাদের সন্তুষ্ট করেনি। অস্ট্রেলিয়া সফরের সময় আমরা ওকে দলে নিতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি।”

   

এদিকে, শামি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, “আমাকে কেন কাউকে আপডেট দিতে হবে? আমি আমার কাজ করে যাচ্ছি। এনসিএ যাচ্ছি, অনুশীলন করছি, ম্যাচ খেলছি। ফিটনেসের সমস্যা থাকলে কি রঞ্জিতে খেলতে পারতাম? কাউকে রিপোর্ট দেওয়া আমার দায়িত্ব নয়। আমি পারফর্ম করছি, সুযোগ পেলে খেলছি।”

রাত পোহালেই ডার্বি, সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা শুভাশীষের

এই মন্তব্যের পর থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় দলে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বোর্ড ও নির্বাচকদের সঙ্গে শামির যোগাযোগের ঘাটতি এবং বোঝাপড়ার অভাব। শামি আরও বলেন, “জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। পারফর্ম করলে সুযোগ আসবে।”

এই প্রসঙ্গে আগরকর বলেন, “যদি এই কথাগুলো ও আমাকে উদ্দেশ্য করে বলে, তাহলে নিশ্চয়ই জবাব দিতাম। ও এখানে থাকলে সোজা মুখোমুখি কথা বলতাম। সোশাল মিডিয়ায় কী ঘুরছে, তা আমি নিশ্চিত নই। এমন কিছু হলে হয়তো ওকে ফোন করতাম। আগেও অনেক ক্রিকেটারকে ফোন করেছি। শামির সঙ্গেও গত কয়েক মাসে আমার কথা হয়েছে। তবে আমি এখানে কাউকে হেডলাইন দেওয়ার জন্য আসিনি।”

Mohammed Shami vs BCCI selector Ajit Agarkar controversy

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular