দিনের শেষে নিন্দুকদের ‘Shut UP’ বলে ইনিংস ভাঙলেন শামি

Mohammed Shami take 3 wickets in Ranji Trophy 2025 Bengal vs Uttarakhand day 1

টস হেরে প্রথমে ব্যাট করা উত্তরাখণ্ড প্রথম দিন শেষে ১০ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। ঝাড়খণ্ডের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ভূপেন লাবণী। বাংলার হয়ে প্রথম ১৩ ওভারে কোনও উইকেট নিতে না পারা মহম্মদ শামি (Mohammed Shami) ১৪.৫তম ওভারে তিনটি উইকেট নেন। ১৪ ওভার বোলিং করা ভারতীয় পেসার আকাশ দীপও কোনও উইকেট নিতে ব্যর্থ হন, অন্যদিকে বাংলার হয়ে চার উইকেট নেওয়া সুরজ সিন্ধু জয়সওয়াল উজ্জ্বল হন। ইশান পোড়েল তিনটি উইকেট নেন।

Advertisements
প্রতিপক্ষের চাপ বাড়ছে! অভিষেক কবে? ইবুসুকিকে নিয়ে এল বিরাট আপডেট

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘সি’র ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড প্রথম দিন শেষে ১০ উইকেট হারিয়ে ২১৩ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ভূপেন লাবণী। শুরুতে কোনও উইকেট না পেলেও, দিনের শেষভাগে দুর্দান্ত কামব্যাক করেন ভারতীয় পেসার মহম্মদ শামি। ১৪.৫তম ওভারে চার বলের মধ্যে তিনটি উইকেট নিয়ে তিনি উত্তরাখণ্ডের ইনিংস গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন। ১৪ ওভার বোলিং করেও উইকেটশূন্য থাকেন আকাশ দীপ।

বাংলার হয়ে বল হাতে নজর কাড়েন সুরজ সিন্ধু জয়সওয়াল, যিনি চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইশান পোড়েলও গুরুত্বপূর্ণ সময়ে তিনটি উইকেট তুলে নেন, যা উত্তরাখণ্ডের ব্যাটিং ধস টেনে আনে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা প্রথম বলেই বড় ধাক্কা খায়। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন শূন্য রানে আউট হন। দিনের শেষে ৫ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলা সংগ্রহ করে মাত্র ৮ রান। ক্রিজে রয়েছেন সুদীপ চ্যাটার্জি (১*) ও সুদীপ কুমার ঘরামি (৭*)। ম্যাচে এখনো অনেক কিছু বাকি থাকলেও, শামির দুর্দান্ত স্পেল ও বাংলার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দলের মনোবল বাড়িয়েছে। দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের উপর থাকবে চাপ সামলে ভালো পারফর্ম করার দায়িত্ব।

Advertisements

বাংলা দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা বলেন, “আমরা জয়ের বিষয়ে প্রচণ্ড আশাবাদী। পিচ দেখে আমার মনে হচ্ছে, ২১৩ রান খুবই সহজ আমাদের জন্য। তবে ৩১৩ রান হলে আমাদের জন্য একটু চাপের মুখে পড়তে হত। কিন্তু এটা আমাদের জন্য সহজ লক্ষ্য।” অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের আউট প্রসঙ্গে কোচ বলেন, “এটা ক্রিকেট, তাই ভীষণ স্বাভাবিক বিষয়। এই নিয়ে আমরা চিন্তা করছি না।”

Mohammed Shami take 3 wickets in Ranji Trophy 2025 Bengal vs Uttarakhand day 1