HomeSports NewsCricketজাতীয় দলে ব্রাত্য শামির ম্যাজিকে জিতল বাংলা!

জাতীয় দলে ব্রাত্য শামির ম্যাজিকে জিতল বাংলা!

- Advertisement -

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আবারো বাংলা দলের ‘ত্রাতা’ হয়ে উঠলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বৃহস্পতিবার সার্ভিসেসের বিরুদ্ধে শামির দাপটেই বিপক্ষ ব্যাটিং ভেঙে পড়ে। মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নেন এই জাতীয় দলের পেসার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ঝড় তুললেও জাতীয় নির্বাচকদের নজর থেকে দীর্ঘদিন বাদ পড়া শামি প্রমাণ করলেন, তিনি এখনও সকল ফরম্যাটেই কার্যকর।

টেস্টে ওয়াসিম আক্রমকে টপকে শীর্ষে পৌঁছে ইতিহাস গড়লেন অজি পেসার

   

ম্যাচের শুরুতেই শামি স্পেল করলেন ভয়ংকর। প্রথম দুই ওভারেই কেবল ৬ রান খরচ করে তুলে নিলেন দুই ওপেনারের উইকেট। গৌরব কোচার প্রথম বলেই আউট হন। এরপর তৃতীয় ওভারে ২৬ রানের উদ্বেগজনক ইনিংস খেলছিলেন রবি চৌহানকে ফিরিয়ে দেন শামি।

৩৫ রানে তিন উইকেট হারানোর পরও সার্ভিসেস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মোহিত ও বিনীত জুটি গড়ে ৫ ওভারে ৬৭ রান যোগ করেন। তবে তারপরে ধস নামায় সার্ভিসেস ব্যাটিং। আকাশ দীপ তিন উইকেট তুলে দলের খেলার গতিবেগ ধরে রাখেন, ঋত্বিক চট্টোপাধ্যায় দুটি উইকেট নেন, আর প্রদীপ্ত প্রামাণিকও একটি উইকেট পান।

দ্বিতীয় স্পেলে এসে শামি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। মাত্র ১.২ ওভারে ৭ রান দিয়ে দুইটি উইকেট তুলে শেষ করেন সার্ভিসেসের ইনিংস। শামির এই দাপট বাংলাকে জয় নিশ্চিত করার পথে এক বড় হাতিয়ার হিসেবে প্রমাণিত হলো।

বাংলা দলের জন্য এখন লক্ষ্য স্পষ্ট, গ্রুপের প্রথম দুই স্থানের মধ্যে থাকা। কঠিন পরিস্থিতিতেও অভিমন্যু ঈশ্বরণদের দলকে প্রত্যেক ম্যাচে জিততে হবে এবং শামির মত অভিজ্ঞতার উপস্থিতি সেই কঠিন অঙ্ক সম্পূর্ণ করতে বড় ভূমিকা রাখতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular