দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেটে (Cricket) নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জল্পনা তুঙ্গে ওয়ানডে দলের নেতৃত্ব হারাতে পারেন বর্তমান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, তারা এখনও ওয়ানডে দলের অধিনায়ক নির্ধারণ করেনি এবং শীঘ্রই নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি রিজওয়ানের ওপর আস্থা হারাচ্ছে বোর্ড?
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ম্যাচ রয়েছে ৬ এবং ৮ নভেম্বর। সিরিজের আগেই এমন বিতর্ক সামনে আসায় দল নির্বাচন এবং প্রস্তুতির মাঝেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পিসিবির তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” এখানেই শেষ নয়, পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান মোহসিন নকভিকে পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে কোচ স্পষ্টভাবে ওয়ানডে দলের কাঠামো ও নেতৃত্ব নিয়ে আলোচনার অনুরোধ করেছেন। জানা গিয়েছে, নকভিও আলোচনায় বসতে রাজি হয়েছেন।
বিহারে নির্বাচন ঘোষণার পর ২৩ কোটি টাকার মদ আটক
২০২৩ সালের নভেম্বরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারিয়েছিলেন রিজওয়ান। সেই সময়ে তাঁর নেতৃত্বে হতশ্রী পারফরম্যান্স ও দলগত ব্যর্থতার কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকি সংক্ষিপ্ত ফরম্যাটের দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে তখন তাঁকে ওয়ানডে অধিনায়কত্বে রাখা হয়েছিল।
তবে এবার পরিস্থিতি বদলেছে। রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বড় কোনও সাফল্য দেখাতে পারেনি। বিশ্বকাপে ব্যর্থতা, এশিয়া কাপে ভরাডুবি এবং দলীয় ভারসাম্যহীনতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এরই মাঝে বোর্ডের এমন ঘোষণা জল্পনাকে আরও জোরালো করেছে।
যদি রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তবে তাঁর উত্তরসূরি কে হবেন? এখনও পরিষ্কার নয়। সম্ভাব্য বিকল্প হিসেবে নাম উঠছে শাদাব খানের। পাশাপাশি কিছু দিন আগেই টি-টোয়েন্টি নেতৃত্ব থেকেও সলমন আলি আঘাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। সেখানে শাদাবের নামও শোনা গিয়েছে।
এদিকে, শান মাসুদের নেতৃত্বে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভালো শুরু করেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট ইতিমধ্যে চলছে। এই সময়েই ওয়ানডে নেতৃত্ব নিয়ে এত বিতর্ক দলকে কতটা প্রভাবিত করবে, সেটাই এখন বড় প্রশ্ন।
পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব বদলের হাওয়া বইছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বোর্ডের সাম্প্রতিক অবস্থান দেখে মনে হচ্ছে, আসন্ন সিরিজ থেকেই দলের রূপ বদলে দিতে চায় তারা। এখন দেখার, রিজওয়ান শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে টিকে থাকতে পারেন কি না, নাকি নতুন যুগের সূচনা হয় নতুন নেতৃত্বের হাত ধরে।
– Defeated Australia in an ODI series in Australia after 22 years
– Whitewashed South Africa in South Africa for the first time everEnd of an era for Mohammad Rizwan as Pakistan’s captain 🇵🇰💔#MohammadRizwan #PakistanCricket #Cricket pic.twitter.com/I4oJLJee45
— CricStats (@CricStatsINT) October 20, 2025
Mohammad Rizwan like lost ODI Cricket captaincy as PCB statement 2025